আজ যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব, খেলবেন সিপিএল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এশিয়া কাপ থেকে শূন্য হাতে ফিরেছে বাংলাদেশ। এই ফাঁকে ক্রিকেটাররা পাচ্ছেন এক সপ্তাহের ছুটি। এরপর আবার শুরু হবে ত্রিদেশীয় সিরিজের ক্যাম্প। তবে ক্যাম্পে থাকছেন না অধিনায়ক সাকিব আল হাসান। পরিবারকে সময় দিতে সোমবার রাতে তিনি পাড়ি জমাবেন যুক্তরাষ্ট্রে।

পরিবারের সাথে সময় কাটানো শেষেও অবশ্য দেশে ফেরা হচ্ছে না সাকিবের। সেখান থেকে তিনি খেলতে যাবেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। পুরো আসর খেলে এরপর সরাসরি নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিবেন।

এবারের সিপিএলে সাকিব খেলবেন নতুন দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। এর আগে বার্বাডোজ ও জ্যামাইকার হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ইতোমধ্যে তাকে সিপিএল খেলার অনাপত্তিপত্রও দিয়েছে বিসিবি।

দেশ ছাড়ার আগে আজ দুপুরে রাজধানীর পাঁচ তারকা হোটেল র‍্যাডিসন ব্লু’তে ফ্র্যাঞ্চাইজি হকি লিগের স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সাকিব। গুঞ্জন শোনা যাচ্ছে, তার মালিকানাধীন মোনার্ক মার্ট এই ফ্র্যাঞ্চাইজি হকি লিগে দল কিনবে। সেজন্যই সেখানে গেছেন সাকিব।

গত ১ সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে গেছে সিপিএলের এবারের আসর। এরই মধ্যে মাঠে গড়িয়েছে সাতটি ম্যাচ। এখন পর্যন্ত খেলা দুই ম্যাচে অবশ্য সুবিধা করতে পারেনি শিমরন হেটমায়ারের নেতৃত্বাধীন সাকিবের গায়ানা। এক পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে পাঁচ নম্বরে আছে তারা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »