নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও ওয়ানডে খেলতে আগামী বছরের এপ্রিল অথবা অক্টোবর মাসে পাকিস্তান সফর করবে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে এই সফর নিয়ে নাকি ইতিমধ্যে আলোচনাও সম্পূর্ণ হয়েছে পিসিবির। জনপ্রিয় সংবাদ দৈনিক ডন’কে পিসিবির একটি বিশ্বস্ত সুত্র থেকে এমনটাই জানানো হয়েছে।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চলতি বছরে তিন ধাপে পাকিস্তান সফর করার কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের। এই সফর গুলোতে প্রথম ধাপে ৩টি টি-টুয়েন্টি, দ্বিতীয় ধাপে একটি টেস্ট এবং তৃতীয় ও শেষ ধাপে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলার কথা ছিল টাইগারদের। প্রথম দুই ধাপে পাকিস্তান সফর শেষ হলেও, করোনার কারনে তৃতীয় ধাপের সফরটি স্থগিত করা হয়। আর তাই স্থগিত হওয়া সফরটি সামনের বছর সম্ভাব্য এই সময় গুলোতে হওয়ার কথা জানায় পিসিবি।
ডনকে দেয়া পিসিবির সেই সূত্র বলছে: দুই বোর্ডের সমঝোতাতেই অনুষ্ঠিত হবে এই সিরিজ। এক্ষেত্রে আগামী পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পরেই পাকিস্তানে যেতে পারে টাইগাররা। আর যদি সেটা কোনভাবে সম্ভব না হয় তাহলে একই বছরের অক্টোবর মাসেও দল পাঠাতে পারে বিসিবি।
নিউজক্রিকেট টুয়েন্টিফোর / ইফতি মারুফ