নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চলতি বছরে নেদারল্যান্ডস সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। ২০২০ সালের জুনে এই সিরিজটি হওয়ার কথা থাকলেও করোনার প্রকোপ বেশি থাকায় সেটি আর হয়নি। বর্তমানে করোনার প্রকোপ না থাকায় চলতি বছরের আগস্টে অনুষ্ঠিত হবে সেই সিরিজটি।
রটারড্যামের ভিওসি ক্রিকেট গ্রাউন্ডে ১৬, ১৮ এবং ২১ আগস্ট অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। এটাই হবে দুই দলের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। এর আগে মাত্র তিনবার মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস ও পাকিস্তান।
১৯৯৬ ও ২০০৩ সালের বিশ্বকাপ এবং ২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হওয়া তিনটি ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। এই সিরিজটি মূলত ওয়ানডে সুপার লিগের অংশ।
সুখকর কোনও অবস্থানে নেই বাবর আজমের পাকিস্তানও। ১২ ম্যাচে ছয়টি জয় নিয়ে পয়েন্ট তালিকার ৯ নম্বরে আছে দলটি। স্বাগতিক ভারতসহ এবারের ওয়ানডে সুপার লিগের শীর্ষ সাত দল ২০২৩ বিশ্বকাপে সরাসরি অংশ নেবে।