নিউজ ডেস্ক »
করোনার প্রকোপের মধ্যেই আগস্টের শেষে দক্ষিণ আফ্রিকায় ৩ ম্যাচ টি-২০ সিরিজের জন্য রাজী হয়েছে ভারত ক্রিকেট বোর্ড। দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতায় ফিক্সার তৈরির কাজও চলমান।
করোনার প্রভাবে অন্যান্য ক্ষেত্রের মতো ক্রিকেটেও হয়েছে বিশাল আকারের ক্ষতি। আর সেটি কিছুটা পুষিয়ে নিতেই সিরিজটি আয়োজনের ব্যাপারে বেশ আশাবাদী সাউথ আফ্রিকান বোর্ড প্রধান গ্রায়েম স্মিথ।
তবে দুই দেশের সরকারের দেওয়া নিয়ম-কানুন মেনেই ম্যাচ আয়োজন হবে বলে জানিয়েছেন আফ্রিকান ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট গ্রায়েম স্মিথ ও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। দুই দেশের ক্রিকেট ই এখন স্থবির আর তাই বিশাল অংকের লোকসান গুনতে হয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ডকেই।
বিশ্বের এমব পরিস্থতিতে এই সিরিজ আয়োজন করা অবশ্যই বড় চ্যালেঞ্জের। তবুও দুই বোর্ড কর্মকর্তাদের আশা আফ্রিকায় যেহেতু এর প্রকোপ কিছুটা কম তাই সিরিজ টি আয়োজন করতে সমস্যা হবে না।অন্যদিকে জুনের ১ তারিখ থেকে অনুশীলনে নামছে শ্রীলঙ্কান প্লেয়াররাও।
বাংলাদেশ সময়: ৫:৫৫ পিএম
নিউজক্রিকেট/এইচএএম