আকাশ চোপড়ার কেকেআরের সেরা একাদশে সাকিব

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসের এই সংকটময় সময় মাঠের ক্রিকেট পুরোপুরি বন্ধ। খেলাতো দূর, প্র্যাকটিস করারও সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। তবে বিশ্লেষকদের বিশ্লেষণ চলছেই। ভারতের আকাশ চোপড়া কিংবা পাকিস্তানের শোয়েব আক্তার, নিজেদের ইউটিউব চ্যানেলে বরাবরই সরব তারা। বিভিন্ন বিশ্লেষণে বরাবরই দেখা যায় তাদের। এবার ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এর সর্বকালের সেরা একাদশ ঘোষণা করেছেন আকাশ চোপড়া। এবং অলরাউন্ডার হিসেবে আন্দ্রে রাসেলের সাথে জায়গা পেয়েছেন সাকিব আল হাসানও।

কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন বানানোর কারিগর গৌতম গম্ভীরকে অধিনায়ক রেখে এই দল নির্বাচন করেন আকাশ চোপড়া। সাকিব আল হাসান কিছুটা ধীরে খেললেও ব্যাটিং এবং বোলিং সমানভাবে পারফর্ম করে দলের ভারসাম্য এনে দিতে সাকিবের জুড়ি মেলা ভার বলেও জানান আকাশ চোপড়া। সাকিবকে দলে রাখার ব্যাখ্যায় আকাশ চোপড়া বলেন, ‘সাকিব আল হাসানের ব্যাটিংয়ে তেমন অর্জন না থাকলেও বোলিংয়ে ৪০টিরও অধিক উইকেট। ও (সাকিব) দলের ভারসাম্য এনে দেয়। মাঝে মাঝে কিছুটা ধীরে খেলে তবে দলের জন্য অবদান রাখে। যদি আপনি শুরুতে লিন এবং পরে আন্দ্রে রাসেলকে আনেন যেটা আমি রেখেছি মাঝে ১/২ জন খেলোয়াড় কিছুটা ধীর হলেও সমস্যা নেই। সাকিব আল হাসান একজন ব্যাটসম্যান। আবার সাকিব আল হাসান আবার বোলার। সে একজন অলরাউন্ডার এবং আমার দলে আছে।’

এছাড়াও দলের বাকী বিদেশি খেলোয়াড়রা হলেন ওপেনার ক্রিস লিন, আন্দ্রে রাসেল এবং স্পিনার সুনীল নারইন।

এছাড়াও দলের ওপেনিং পজিশনে অধিনায়ক গম্ভীরকে রেখে ৩নং পজিশনে আছে রবিন উথাপ্পা। দলে উইকেট কিপার হিসেবে আছেন দিনেশ কার্তিক। এছাড়া আন্দ্রে রাসেলদের সাথে মিডল অর্ডারে ঝড় তুলতে আছেন সূর্য কুমার যাদব। ঝড়ো ব্যাটিংয়ের সাথে বোলিংয়েও পারদর্শী এই অলরাউন্ডার। এছাড়াও লেগস্পিনার পিয়ুস চাওলা আছেন এই দলে। দলের পেস অ্যাটাকে আকাশ চোপড়ার প্রথম পছন্দ ইন্ডিয়ান গতি তারকা উমেশ যাদব। কিছুটা খরুচে বোলিং করলেও সময় মত ব্রেক থ্রু এনে দিতে পারদর্শী তিনি। আর উমেশ যাদবের সঙ্গী হিসেবে খাকবেন পেসার লক্ষীপতি বালাজি।

আকাশ চোপড়ার সেরা কলকাতা নাইট রাইডার্স একাদশঃ

গৌতম গম্ভীর, ক্রিস লিন, রবিন উথাপ্পা, দিনেশ কার্তিকে, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, সূর্য কুমার যাদব, সুনীল নারইন, পিয়ুস চাওলা, উমেশ যাদব এবং লক্ষীপতি বালাজি।

নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »