আকবর ভাই অসাধারণ অধিনায়ক!

নিউজ ডেস্ক »

প্রথমবারের মত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত এই বিশ্বকাপে দাপট দেখিয়ে এশিয়ার আরেক পরাশক্তি ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টাইগার যুবারা।

কিন্তু এই শিরোপা জয়ে সবচেয়ে বেশি অবদান কার? পুরো বিশ্বকাপ জুড়েই দল হিসেবে পারফর্ম করতে দেখা গেছে বাংলাদেশকে। ব্যাটসম্যানরা নিজেদের কাজটা করেছেন ঠিকঠাক আর বোলাররা নিজেদেরটা। হয়তো কখনো টপ-অর্ডার ব্যর্থ হয়েছে তখন মিডল-অর্ডার সেটা পুষিয়ে দিয়েছে। বোলিংয়েও একই চিত্র। পেসাররা খারাপ করলে স্পিনাররা আসল কাজটা করেছেন। আবার স্পিনারদের বাজে দিন গেলে পেসাররা বল হাতে জ্বলে উঠেছেন।

তবে কি এটা নিয়ে বিশেষ কোন পরিকল্পনা ছিলো? বা কোচিং স্টাফ কিংবা টিম ম্যানেজমেন্ট থেকে আলাদা আলাদা করে সবাইকে যার যার কাজটা বুঝিয়ে দেওয়া হয়েছিলো এমনকিছু? এমন প্রশ্নের জবাবে রাকিবুল বললেন, ‘এমন কিছু না। আমরা আসলে জানতাম আমাদের কি করতে হবে। কিন্তু সবাই তো প্রতিদিন ভালো করবে না। একজনের খারাপ দিনে আরেকজন অনেক ভালো কিছু করে ফেলেছে। আর এজন্যই কোন সমস্যা হয়নি।’

বাচ্চা বাচ্চা এই ছেলেদের আচরণ কিংবা কথাবার্তায় মোটেও বুঝার উপায় নেই এদের বয়স কেবল ১৮-১৯। বরং অনেকক্ষেত্রে দেখা যাচ্ছে সিনিয়রদের মত আচরণ করছে তারা। তবে একটা ব্যাপার হলো সবার মধ্যে একটা বিশ্বাস ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর সেই কাজটা করেছেন দলীয় অধিনায়ক আকবর দ্য গ্রেট।

মাঠ কিংবা মাঠের বাইরে সব জায়গায়ই নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যাকে বলে!

সম্প্রতি “লকডাউন ক্রিকলোজি” নামক এক অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন অনূর্ধ্ব-১৯ দলের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। আর তার কাছেই জানতে চাওয়া হয় অধিানয়ক আকবর সম্পর্কে।

বিশেষ কোন গুণ আছে কি আকবরের? এমন প্রশ্নের উত্তরে রাকিবুল জানান, ‘সত্যি কথা বলতে আকবর ভাই অধিনায়ক হিসেবে খুবই ভালো। আর সবার আগে তিনি খুবই ভালো মানুষ। কারণ উনি সব প্লেয়ারকে খুব সাপোর্ট করে এবং সবাইকে বুঝতে পারে। আর মাঠে আমার সবচেয়ে ভালো যেটা লাগে সেটা হচ্ছে উনি খুব ভালো ব্যাটসম্যান রিড করতে পারে। উইকেটের পেছনে দাঁড়িয়ে উনি একটা ব্যাটসম্যান ২-৩ টা বল খেললেই বুঝতে পারে তার শক্তিমত্তা আর দুর্বলতা কোথায়। উনি সবাইকে বুঝিয়ে দেয় কি করতে হবে। আর আমরাও চেষ্টা করি। আর বাকিটা হয়েই যায়।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »