আইয়ারের ব্যাটে চড়ে দিল্লির জয়

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

আইপিএলের ৩৭তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। শিখর ধাওয়ান এবং শ্রেয়াস আইয়ারের ফিফটিতে আসরে ষষ্ঠ জয় পেয়েছে আইয়ারের দল।

শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারানো পাঞ্জাবের গুরুভার কাঁধে তুলে নেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গিল। ৩৭ বলে ৬৯ রান করে যখন গেইল ফিরে যাচ্ছেন তখন দলীয় রান ১০৬। এরপর মন্দিপ সিংয়ের ৩০ এবং এবং হারপ্রিতের অপরাজিত ২০ রানে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রাব জড়ো করে পাঞ্জাব। দিল্লির হয়ে সন্দিপ লামিচানে ৩টি এবং রাবাদা ও অক্ষর প্যাটেল নেন ২টি করে উইকেট।

১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পৃথ্বী শ খুব একটা সুবিধা করতে না পারলেও শিখর ধাওয়ান ৪১ বলে খেলেন ৫৬ রানের ইনিংস। তাছাড়া কলিন ইনগ্রামের ব্যাট থেকে আসে ৯ বলে ১৯ রানের ঝড়ো ইনিংস। অন্যদিকে টপ অর্ডারের আরেক ব্যাটসম্যান দিল্লির অধিনায়ক আইয়ার একাই দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ৪৯ বলে ৫৮ রানের অপরাজিত ধৈর্যশীল ইনিংস উপহার দিয়ে দলকে জয় এনে দেন ৫ উইকেটের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »