আইসোলেশন সেন্টার হচ্ছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

নিউজ ডেস্ক »

দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। আশার খবর একটুও নেই৷ আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে৷ এমন অবস্থায় দেশের ক্রীড়াঙ্গনের কার্যক্রম সব বন্ধ। এই সময় সরকারের পাশে এসে দাড়াঁচ্ছে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন। দেশের বিভিন্ন ক্রীড়া স্থাপনা করোনা কাজে ব্যবহৃত হবে। ক্রিকেটের দিক থেকে ব্যবহার করা হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামটি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহেদ আহসান রাসেল দেশের শীর্ষ সংবাদ পত্রিকা প্রথম আলোকে এই তথ্য জানান। জাহেদ আহসান বলেন, ‘চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়াম, চট্টগ্রাম বিকেএসপি, গুলশান শুটিং কমপ্লেক্স, মিরপুর ইনডোর স্টেডিয়াম, রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স সহ দেশের আরো অনেক ক্রীড়া স্থাপনা করোনা কাজে ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছে। প্রয়োজন হলে যেকোনো সময় এগুলোকে আমরা কোয়ারান্টাইন সেন্টার , আইসোলেশন কিংবা হাসপাতাল হিসেবে ব্যবহার করবো।’

জহুর আহমেদ স্টেডিয়াম পুরোটাই ব্যবহার করা হবেনা। এটির শুধু করপোরেট বক্স গুলো আইসোলেশনের জন্য ব্যবহার হবে বলে জানান বিসিবির গ্রাউন্ডস কমিটির ব্যবস্থাপক সৈয়দ আব্দুল বাতেন। তিনি বলেন,’জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের শুধু করপোরেট বক্স আইসোলেশনের জন্য ব্যবহার করা হবে। বিদেশ ফেরত যাত্রীদের এই জায়গায় রাখা হতে পারে। এর বাধে মাঠ কিংবা ড্রেসিং রুম কিছুই ব্যাবহার হবেনা।’

সূত্রঃ প্রথম আলো

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »