নিউজ ডেস্ক »
বেশ অনেকদিন বাদে মাঠে ফিরতে যাচ্ছে ক্রিকেট। আগামী ৮’ই জুলাই ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ দিয়ে আবারও শুরু হবে ২২ গজের লড়াই। ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজ দলও ইংল্যান্ডে পৌঁছেছে। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করে প্রস্তুতি ম্যাচও খেলেছেন দুদল। তবে এরই মধ্যে নিয়ম ভেঙে বিপাকে ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স। আবারও থাকতে হচ্ছে আইসোলেশনে।
আগামী ৮’ই জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। পুরো বিশ্বের চোখ এই ম্যাচের দিকে। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে ক্রিকেট চালু করা সম্ভব কিনা সেটাও পরখ করা হবে এই সিরিজেই। সব কিছু স্বাভাবিক ভাবে চললেও হঠাৎই এক অদ্ভুত কান্ড করে বসেন ক্যারিবিয়ান কোচ। স্বাস্থ্য সুরক্ষার তোয়াক্কা না করেই স্থানীয় এক ব্যাক্তির শেষকৃত্যে যোগ দিয়েছিলেন ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স। আর এতেই ঘটে বিপত্তি। ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে আইসোলেটেড করে রাখা হয়েছে এই কোচকে।
আগামী সিরিজ শুরু হওয়ার আগ পর্যন্ত দলের সাথে যুক্ত হতে পারবেননা ফিল সিমন্স। ভিডিও কলের মাধ্যমেই শিষ্যদের দীক্ষা দিবেন তিনি। তবে সিরিজ শুরুর পর থেকে দলের সাথে যোগ দেবেন এই কোচ। তবে এর মাঝে পেরোতে হবে ২ ধাপের কোভিড-১৯ পরিক্ষা। সেখানে দুবারই নেগেটিভ হলেই আবারও ফিরতে পারবেন দলের সাথে৷ তবে করভিডস পজিটিভ আসলে ইংল্যান্ডেই চিকিৎসা হবে তার৷
নিউজ ক্রিকেট/কেএমএএইচ