নিউজ ডেস্ক »
টানা দুই মেয়াদে দায়িত্ব পালন শেষে আজ (বুধবার) দায়িত্ব থেকে বিদায় নিলেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। সাময়িকভাবে তার স্থলাভিষিক্ত হবেন আইসিসি উপ-চেয়ারম্যান ইমরান খাজা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
আগামী সপ্তাহে চেয়ারম্যান নির্বাচনের পক্রিয়া শুরু হবে এবং পরবর্তী চেয়ারম্যান নিযুক্ত হওয়ার হওয়ার আগ পর্যন্ত আইসিসির চেয়ারম্যানের সকল দায়িত্ব পালন করবেন ইমরান খাজা। আইসিসির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ প্রসঙ্গে আইসিসির প্রধান নির্বাহী মানু সোনি জানান, ‘আইসিসির বোর্ড, স্টাফ এবং পুরো ক্রিকেট পরিবারের পক্ষ থেকে আমি শশাঙ্ককে ধন্যবাদ জানাতে চাই তার নেতৃত্বের জন্য। একই সঙ্গে বলতে চাই, ক্রিকেটের জন্য তিনি যা করেছেন তা অসামান্য। আমরা তাকে এবং তার পরিবারকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’
এছাড়া অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া ইমরান খানা সদ্য সাবেক হওয়া শশাঙ্ক মনোহরকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন। ক্রিকেটকে এগিয়ে নিতে শশাঙ্ক মনোহরের নেওয়া দারুণ সব সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন তিনি।
ইমরান খাজা বলেন, ‘আইসিসি বোর্ডের সকলেই শশাঙ্ককে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাছে ক্রিকেটের প্রতি তার নিবেদনের জন্য। তিনি ক্রিকেটকে একটি ভাল অবস্থানে নিয়ে গেছেন।’
উল্লেখ্য, শশাঙ্ক মনোহরের উদ্যোগেই টেস্ট ক্রিকেটের নতুন আকর্ষণ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হয় যা বাংলাদেশের মত টেস্টে কম সুযোগ পাওয়া দেশগুলোর জন্য মঙ্গল বয়ে এনেছে।
নিউজক্রিকেট/এমএস