নিউজ ডেস্ক »
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মে মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে মনোনয়ন পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। শান্তর পাশাপাশি এই তালিকায় মনোনয়ন পেয়েছেন বাবর আজম এবং হ্যারি টেক্টর।
মে মাসটা অসাধারণ খেলেছেন শান্ত। এই সময়টায় আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। দলের হয়ে তিনটি ম্যাচেই অবদান রাখেন এই টপ অর্ডার ব্যাটার। প্রথম ম্যাচেই ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। যদিও বৃষ্টির কারণে সেই ম্যাচটি পরিত্যক্ত হয়।
দ্বিতীয় ম্যাচে ৪৫ অভারে ৩২০ রান অতিক্রম করতে হতো বাংলাদেশকে। সেই ম্যাচে মাত্র ৮৩ বলে সেঞ্চুরি তুলে নেন শান্ত। সেই ইনিংসে করেন ৯৩ বলে ১২টি চার ও তিনটি ছক্কায় ১১৭ রান।তৃতীয় ম্যাচেও অসাধারণ খেলেন শান্ত। ব্যাট হাতে ৩৫ রানের ইনিংস খেলার পর বল হাতে ১০ রান খরচায় এক উইকেট নেন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে তার নেয়া উইকেটের কারণেই পাঁচ রানের জয় পেয়ে যায় বাংলাদেশ।
এই সিরিজের সেরা ক্রিকেটারও নির্বাচিত হন শান্ত। আর তাই প্রথমবারের মতো মে মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে জায়গা করে নিয়েছেন এই ব্যাটার।
মে মাসের প্রথম সপ্তাহে দুর্দান্ত খেলেছেন বাবরও। পাকিস্তানের অধিনায়ক ৩ মে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে করেন ৫৪ বলে ৬২ রান। সেই ম্যাচটি জিতে পাকিস্তান। এরপরের ম্যাচে ১১৭ বলে ১০৭ রান করেন বাবর।
তার ১৮তম ওয়ানডে সেঞ্চুরির ম্যাচটিও জিতে পাকিস্তান। এপ্রিলের শেষ ভাগে শুরু হওয়া এই সিরিজে স্বাগতিকরা জিতে ৪-১ ব্যবধানে। শান্ত এবং বাবরের পাশাপাশি মনোনয়ন পাওয়া টেক্টরও অসাধারণ খেলেছেন মে মাসে।