আইসিসির নিয়ম ভঙ্গ করলো জিম্বাবুয়ে!

দুর্জয় দাশ গুপ্ত »

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার (আইসিসি) নিয়ম অনুযায়ী, ম্যাচ শেষে বা টেস্ট ক্রিকেটে প্রতি দিনের খেলা শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে যে কোনো দলের পক্ষ থেকে কাউকে না কাউকে আসতেই হয়। কিন্তু গতকাল সোমবার দিনের খেলা শেষে এই নিয়ম পালন করেনি সফরকারী জিম্বাবুয়ে।

বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে আসেনি জিম্বাবুয়ে দলের কোন ক্রিকেটার। এজন্য গতকাল বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে জিম্বাবুয়ে থেকে আসা একমাত্র সাংবাদিক ফ্রান্সিস নায়ামুটসাম্বা জিম্বাবুয়ের ড্রেসিং রুমে যান তাদের খোঁজ নিতে। কিন্তু মিনিট কয়েক পরে তিনি ফিরে এসে নিশ্চিত করেন যে গ্রেইগ আরভিনের দল থেকে কেউ আসছে না সংবাদ সম্মেলনে। এর আগে ঠিকই নিয়ম অনুযায়ী বাংলাদেশ দলের পক্ষে ২০ মিনিটের মতো সংবাদ সম্মেলনে কথা বলে গেছেন মুশফিকুর রহিম।

মিরপুর টেস্টের তৃতীয় দিন একদমই ভালো যায়নি সফরকারীদের। মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি এবং অধিনায়ক মুমিনুল হকের সেঞ্চুরিতে রানের পাহাড় দাঁড় করিয়েছে স্বাগতিকরা।

শেষ সেশনে ৫ ওভার ব্যাটিং করার সুযোগ পায় জিম্বাবুয়ে। আর এই ৫ ওভারে তারা হারিয়েছে ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৯ রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করবে সফরকারীরা। আরো ২৮৬ রানে পিছিয়ে আছে আরভিনের দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »