নিউজ ডেস্ক »
করোনা ভাইরাসের জন্য পূর্বের সকল সূচি পাল্টে প্রতিটি বোর্ডকেই নতুন সূচির কথা ভাবতে হচ্ছে। ইতিমধ্যে ইংল্যান্ড তাদের সূচি প্রকাশও করেছে। আগামী ৮’ই জুলাই ইংল্যান্ড – উইন্ডিজ টেস্ট দিয়ে মাঠে গড়াচ্ছে ক্রিকেটও। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও কোন সিদ্ধান্ত জানানো হয়নি। মূলত আইসিসির উপরেই নির্ভর করছে ভারতের সূচি। বুধবার আইসিসির বোর্ড সভায় এই সিদ্ধান্তের দিকেই তাকিয়ে থাকবে ভারত।
এ বছর মার্চে আইপিএল হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে সেটা সম্ভব হয়নি ভারতের। বছরের শেষে বিশ্বকাপ হওয়ায় তখনও আইপিএল এর সূচি দেওয়া সম্ভব হচ্ছেনা ভারতের। এসময় ভারত এখন উভয় সংকটে। আইপিএলকে বাতিল করলে বিসিসিআই এর ক্ষতির পরিমাণ প্রায় ৪ হাজার কোটি টাকা। এদিকে আইসিসিও স্পষ্ট করে কিছু বলছেনা বিশ্বকাপের আয়োজন নিয়ে। আজকের আইসিসির সভায় এটি নিয়েই চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলেও জানা যায়।
আজকের সিদ্ধান্ত অনু্যায়ী বিসিসিআই তাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলে জানান বিসিসিআই এর কোষাধ্যক্ষ অরুণ ধামাল। তিনি বলেন,’ আইসিসিতে এমন কোনো আলোচনা হয়েছে কি-না, আমার ধারণা নেই। প্রথমে তাদের ঘোষণা করতে হবে যে, এই বছর বিশ্বকাপ হচ্ছে কি-না। তা নিশ্চিত হলেই কেবল সূচি সাজানো নিয়ে কাজ করা যেতে পারে।’
তবে এবছর বিশ্বকাপ না হলে সাপেবর হবে বিসিসিআই এর। বিশ্বকাপের সময় আইপিএল আয়োজন করে নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন তারা। অন্যথায় ২০২১ সালের আগে আইপিএল আয়োজন করতে পারবেনা ভারত। ক্ষতির পরিমাণটাও অনেকটাই বেড়ে যাবে বিসিসিআই এর। তবে বিশ্বকাপ নিয়ে ধোঁয়াশার ভিতরেই কাটছে বিসিসিআই। অরুণ ধামালের কথায় সেটা স্পষ্ট। অরুণ ধামালের ভাষায়, ‘ যে কারোরই কোনো কিছু নিয়ে পরিকল্পনা করার আগে একটি পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। দেখা যাক, কিভাবে সবকিছু এগোয়।’
নিউজক্রিকেট/কেএমএইচ