নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও বেশ সচল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চলমার বিশ্বকাপকে ঘিরে ফেসবুক বা টুইটারে নানান আপডেট তথ্য ও ছবি দিয়ে তারা মাতিয়ে রাখছে বিশ্বের কোটি ভক্তদের।
রবিবার আইসিসির ফেসবুক ও টুইটারে কভার ফটোতে জায়গা হয়েছে বাংলাদেশ দলের তরুণ পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনের।
মূলত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জেতায় একজন বাংলাদেশির ছবি দেখা গেলো আইসিসির কভার ফটোতে। তবে সেটি বাংলাদেশের দলীয় ছবি নয় বরং সাইফউদ্দিনের একক ছবি।
আইসিসির কভার ফটোতে জায়গা পাওয়া সে ছবিটি দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৪০তম ওভার। ফর্মে থাকা ব্যাটসম্যান ফন ডার ডুসেনকে বোল্ড করে নিজের চেনা উদযাপন করেন সাইফ উদ্দিন।
সে ছবিটিই নিজেদের ফেসবুক ও টুইটারের কভারে আপলোড করেছে আইসিসি। ম্যাচে ৮ ওভার বোলিং করে ১ মেইডেনের সহায়তায় ৫৭ রান খরচায় ২টি উইকেট নেন সাইফ উদ্দিন।