আইরিশদের ৩৩৯ রানের বড় লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিলো বাংলাদেশ

দুর্জয় দাশ গুপ্ত, সিলেট থেকে »

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৩৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। সাকিব, হৃদয় ও মুশফিকের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। তবে সেঞ্চুরি মিস করেছেন সাকিব আল হাসান ও অভিষিক্ত তৌহিদ হৃদয়। সাকিবের ব্যাট থেকে আসে ৮৯ বল থেকে ৯৩ রান। আর হৃদয় ৮৫ বলে ৯২ রান করে আউট হোন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। তামিম ৩, লিটন ২৬ ও শান্ত ২৫ রান করে সাজঘরে ফেরেন। ৮১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের হাল ধরেন সাকিব ও অভিষিক্ত তৌহিদ হৃদয়। দুজনের ১৩৫ রানের পার্টনারশিপে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে টিম টাইগার্স। ৬ নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ২৬ বলে ৪৪ রানের এক ক্যামিং ইনিংস খেলেন মুশফিকুর রহিম।

শেষের দিকে দ্রুত উইকেট না হারালে বাংলাদেশের সংগ্রহ আরো বড় হতে পারতো। কিন্তু লোয়ার অর্ডার ব্যাটাররা তেমন সুবিধা করতে না পারায় ৩৩৮ রানের পুঁজি পায় বাংলাদেশ। আয়ারল্যান্ডের পক্ষে হোমি ৬০ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ ৩৩৮/৮ (৫০)

সাকিব ৯৩, হৃদয় ৯২, মুশফিক ৪৪ ;

হোমি ৪/৬০।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »