আইপিএল থেকে ছিটকে গেলেন জোসেফ আলজারি

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

আইপিএলের ১২ তম আসরে ইতিহাসকে নতুন করে লেখলেন ক্যারিবিয়ান পেসার জোসেফ আলজারি। মাত্র ১২ রান খরচায় অভিষেক ম্যাচেই ৬ উইকেট নিয়ে সাড়া জাগানো এই পেসার পড়েছেন ইনজুরির কবলে।

গত ১৩ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পাওয়া এই পেসার আইপিএলের চলতি আসরে মুম্বাইর জার্সি গায়ে মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি বিকল্প পেসারের খোঁজ করতেই পারে।

অন্যদিকে লাসিথ মালিঙ্গা নিজ দেশে চলে যাওয়ার পর মুম্বাইর প্রধান পেস বোলিং অস্ত্র আলজারিকে হারিয়ে কিছুটা বিপাকেই রয়েছে মুম্বাইর বোলিং বিভাগ।

ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম ইসপিএনের তথ্য অনুযায়ী লম্বা সময় পুনর্বাসনে থাকতে হচ্ছে ২২ বছর বয়সি এই পেসারকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »