নিউজ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলার জন্য নিউজিল্যান্ড দলের ছয় ক্রিকেটারকে অনাপত্তিপত্র দিচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বোর্ড থেকে সবুজ সংকেত পেলেও যাবেন কি যাবেন না সেটা নির্ভর করছে ক্রিকেটারদের উপর।
অনাপত্তিপত্র পাচ্ছেন যে ছয় ক্রিকেটার তারা হলেন জিমি নিশাম (কিংস ইলেভেন পাঞ্জাব), লকি ফার্গুসন (কলকাতা নাইট রাইডার্স), কেন উইলিয়ামসন (সানরাইজার্স হায়দরাবাদ), মিচেল স্যাটনার (চেন্নাই সুপার কিংস), মিচেল ম্যাকলেনাগ্যান ও ট্রেন্ট বোল্ট (মুম্বাই ইন্ডিয়ান্স)।
এই ছয় ক্রিকেটারকে অনাপত্তিপত্র দেয়া তথ্য একটি ই-মেইলে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের মুখপাত্র রিচার্ড বুক ভারতীয় সংবাদ মাধ্যম পিটিয়াইকে নিশ্চিত করেছেন। তবে তারা অনাপত্তিপত্র বা এনওসি দিলেও সব সিদ্ধান্ত নিতে হবে ক্রিকেটারদের৷ তারা ঝুঁকি নিয়ে যেতে চাইলে যাবে।
এইদিকে আইপিএলের এখনো দিনক্ষণ চুড়ান্ত হয়নি। গত ২০ জুলাই টি-২০ বিশ্বকাপ স্থগিত হয়ে গেলে আইপিএলের পথে কাঁটা সরে যায়। আইপিএল আয়োজনে এখন কোনো বাধা নেই৷ আইপিএলের ভেন্যু করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত। সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ২৬ সেপ্টেম্বর হতে ৮ নভেম্বর।
নিউজক্রিকেট/আরআর