নিউজ ডেস্ক »
গত ২৯শে মার্চ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ( আইপিএল) শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু করোনাভাইরাস প্রকোপে তা পিছিয়ে ১৫ই এপ্রিল করার ঘোষণা দেয়া হয়৷ করোনভাইরাসের সংক্রমণ বাড়াতে পরে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত ঘোষণা দেয়া হয়।
এবারের আইপিএল না হলে ভারত ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের প্রায় ৪ হাজার কোটি টাকা লোকসান হতে পারে। তাই তারা চাচ্ছে এইবারের আইপিএল আগামী সেপ্টেম্বর- অক্টোবরে আইপিএল আয়োজন করতে৷ কিন্তু সেটি আয়োজন করার কথা ভাবছে শুধু ভারতীয় ক্রিকেটারদের নিয়ে। বাইরের খেলোয়াড় ছাড়াই আয়োজন করার ইঙ্গিত দিয়েছে আয়োজকেরা।
তবে বিদেশি খেলোয়াড় ছাড়া আইপিএল খেলবেনা মাহেন্দ্রা সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস৷ পরিষ্কার করে তা জানিয়ে দিয়েছে তারা৷ তাদের একজন মুখপাত্র ‘নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’কে জানিয়েছেন, ‘শুধুমাত্র ভারতীয় ক্রিকেটার দিয়ে আইপিএল খেলতে রাজি নয় চেন্নাই। বিদেশি খেলোয়াড় ছাড়া সেটি সৈয়দ মুশতাক আলি ট্রফির মত হয়ে যাবে, যেখানে শুধু ভারতীয়রা খেলে। আইপিএল আর সৈয়দ মুশতাক আলি ট্রফির কোনো পার্থক্য থাকবেনা। এই মুহুর্তে বিসিসিআইয়ের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই যেহতু করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তবে আমরা আশা করছি বছরের শেষে আমরা আইপিএল ভালোভাবেই করতে পারবো।’
বাংলাদেশ সময়ঃ ১০:৩৬ পিএম
নিউজক্রিকেট /আরআর