https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
সারা বিশ্বের তারকা সব ক্রিকেটারদের মিলনমেলায় রূপ নেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের আসর। প্রতিটি দলই তাদের নির্দিষ্ট কোটা অনুযায়ী ক্রিকেটারদের দলে ভেড়ায়।
তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে সবাই যে আসরে সফল হয় এমনও নয়। ব্যর্থ হওয়া ফ্র্যাঞ্চাইজির তালিকায় সবার উপরে সম্ভবত বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোর। এখন পর্যন্ত চলতি আসরে ৬টি ম্যাচের সবগুলোতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে তারা। তাই ভাগ্য বদলের আশায় এবার বেঙ্গালোর ফ্র্যাঞ্চাইজি দলে ভেড়াতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইনকে।
ডেল স্টেইন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভারতীয় ভিসার ছবি পোস্ট করে লিখেন, ‘ওহহ! অবাক করা কি এটা?’
ডেল স্টেইন বেঙ্গালোর শিবিরে যোগ দিয়ে কতটা সফলতা এনে দিতে পারেন দলকে সেটাই এখন দেখার অপেক্ষায় বেঙ্গালোর ভক্তরা।