নিউজ ডেস্ক »
করোনার প্রাদুর্ভাবে দীর্ঘদিন পর মাঠে ক্রিকেট ফিরেছে ইংল্যান্ড ও উইন্ডিজের টেস্ট সিরিজ দিয়ে। ইতিমধ্যেই স্থগিত হয়েছে টি-২০ বিশ্বকাপের এবারের আসর। আর সে সময়টাতেই আয়োজন হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল। করোনা মহামারীতে এবারের আইপিএল আসর অনুষ্ঠিত হবে দুবাইতে। তবে এবারের আসরে বাংলাদেশ থেকে কোনো খেলোয়াড়ই বিক্রি হয়নি নিলামে। তবে বাংলাদেশের হয়ে এবারের আসরে প্রতিনিধিত্ব করবেন তিন জন।
সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে বাংলাদেশ জাতীয় দলের দুই থ্রোয়ার বুলবুল আহমেদ ও রবিউল করিম সেন্টু কাজ করবেন। এবার দু’জনেই সুযোগ পেয়েছেন আইপিএলে কাজ করার। তবে আইপিএলে আগে তিন মৌসুমে কাজ করা খলিল খান এবার কাজ করবেন চেন্নাই সুপার কিংসের সাথে। এক অনলাইন সংবাদ মাধ্যমে দেওয়া তথ্যে জানা যায়, ১০ই আগস্ট আইপিএলের উদ্দেশ্যে বিমান ধরবেন খলিল। সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে দলের সাথে যোগ দিবেন তিনি।
খলিল বলেন, ‘চেন্নাই সুপার কিংসের ম্যানেজম্যান্ট আমাকে ফোন করেছিল। ১০ আগস্ট আমার দুবাই যাওয়ার কথা রয়েছে। আমার জন্য এটা অনেক স্বস্তির খবর এবং আমি আনন্দিত। কারণ সেখান থেকে যে অর্থ পাব তাতে পুরো বছর পরিবারের খরচ চালাতে পারব।’
এছাড়া হায়দ্রাবাদের ভিডিও অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন নিশ্চিত করেছেন যে বুলবুল এবং সেন্টু এবারের আসরে হায়দ্রাবাদের হয়ে কাজ করবে।
বাংলাদেশ দলের সঙ্গেও লম্বা সময় ধরে কাজ করছেন শ্রীনি। তিনি বলেন, ‘বুলবুল এবং সেন্টু আইপিএলে যাচ্ছে এবং হায়দ্রাবাদের সঙ্গে কাজ করবেন। যদিও এখনও তাঁদের যাওয়ার দিনক্ষণ চূড়ান্ত হয়নি।’
সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এবারের আসরের আইপিএলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিন থ্রোয়ার।
নিউজক্রিকেট/ এইচএএম