আইপিএলে না খেলার কারণ দেখছেন না ম্যাক্সওয়েল!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গতকালই ঘোষণা এসেছে বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার।অক্টোবরে বিশ্বকাপ শুরু হওয়ার কথা থাকলেও এ বছর হচ্ছে না বিশ্ব টি২০ আসর। বিশ্বকাপ না হওয়ায় কোন বাধা রইলো না ভারতের ফ্র্যাঞ্চাইজি লীগ আইপিএল আয়োজনে। বিসিসিআই জানিয়েছেন ১০ দিনের মধ্যেই আইপিএলের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে তারা। বিশ্বের সব থেকে বড় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে খেলেন বিশ্ব ক্রিকেটের সব বড় বড় তারকারা। তবে করোনার কারণে আইপিএলে অনেকের অংশগ্রহণ নিয়ে আছে সংশয়। কিন্তু আইপিএলে অংশ না নেওয়ার কোন কারন দেখছেন না অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ম্যাক্সওয়েল।

বিশ্বকাপ পিছিয়ে যাওয়াটা এক প্রকারে শাপেবর হিসেবে ধরা দিল যেন অজি তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের কাছে। কেননা এতে করে সম্ভাবনা বেড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আয়োজনের। আর সেখানে খেলে তিনি আয় করতে পারবেন বড় অংকের পারিশ্রমিক। যেহেতু বিশ্বকাপ পিছিয়ে গেছে তাই আসন্ন আইপিএলে অংশ নিতে না যাওয়ার কোনো কারণ তিনি দেখছেন না। যা কিনা সেপ্টেম্বরের শেষ দিকে অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে আরব আমিরাতে।

ম্যাক্সওয়েল বলেন: অপেক্ষা করুন এবং দেখুন, অন্যরা কি বলে সেটি শুনুন, ভ্রমণকালীন আপনাকে কি করতে হবে, কি করতে হবে না সেটি জানুন এবং কোয়ারেন্টিন বিধি মানুন। এসব কিছু ঠিকঠাক মতো হলে আইপিএলে আমার না যাবার কোনো কারণ নেই।’

সেই সঙ্গে ৩১ বছর বয়সী এই তারকা খেলোয়াড় ইংল্যান্ড সফর দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ফিরতে বেশ আশাবাদী। ইংল্যান্ডের বিপক্ষে না হলেও খুব দ্রুতই আন্তর্জাতিক অঙ্গনে ফিরতে চান এই ম্যাক্সওয়েল।ম্যাক্সওয়েল এ প্রসঙ্গে বলেন, আমি বরাবরই মানসিকভাবে নিজেকে এই সময়ের জন্য প্রস্তুত রাখছিলাম যে ক্রিকেট আবার ফিরে আসবে। কোথায় আমাকে শেষ করতে হবে বা শেষ কার সঙ্গে খেলব সে সম্পর্কে আমি ভাবিনি। আমি আমাকে প্রস্তুত করেছি, এটা নিশ্চিত করার জন্য যে আমি কোনো সিরিজের জন্য প্রস্তুত কিনা।’

গতবছরের অক্টোবরে মানসিক অবসাদের জন্য সাময়িক সময়ের অবসরে যান ম্যাক্সওয়েল। এরপর আর আন্তরজাতিক ক্রিকেটে দেখা যায়নি তাকে, তবে আবারো আন্তজার্তিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই অজি অলরাউন্ডার।

নিউজ ক্রিকেট২৪/ সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »