https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
একটা সময় ক্রিকেট খেলা কেবলই বিনোদনের মাধ্যম হিসেবে দেখা হলেও ধীরে ধীরে সেটার সাথে জমা হয় আবেগ, জমা হয় ভালোবাসা। তবে শুধু ভালোবাসাই নয়, আধুনিক যুগে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট চালু হবার পর জুয়ার কালো থাবাও বেশ নেতিবাচক দিক সৃষ্টি করেছে ক্রিকেটে। অধিকাংশ জুয়ারিরাই এইসব ফ্র্যাঞ্চাইজি লিগে বাজি ধরে হয়ে যাচ্ছেন নিঃস্ব। আবার কেউ কেউ ঋণ পরিশোধ করতে না পেরে বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে জুয়া খেলে হেরে গিয়ে এবার আত্মহত্যা করলেন বগুড়ার এক কাঠমিস্ত্রি। বুধবার (৮মে) সকালে বগুড়ার কাহালুতে সোহেল মিয়া (২৮) নামের এক কাঠমিস্ত্রি ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা এবং পুলিশের সূত্র জানায় আইপিএলে বাজিতে হেরে সেই ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়েই এই পথ বেছে নেন সোহেল।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই কায়কোবাদ এই ঘটনা সম্পর্কে জানান, ‘বগুড়া সদরের ঘোলাগাড়ি মসজিদপাড়ার দুলাল মিয়ার ছেলে সোহেল একজন কাঠমিস্ত্রি। সদরের লেংড়াবাজারে একটি ফার্নিচারের দোকানে সে কাজ করতো। সম্প্রতি আইপিএল ক্রিকেট নিয়ে জুয়ায় আসক্ত হয়ে পড়ে সর্বস্ব হারিয়ে বসেন তিনি। ফলে ঋণের বোঝা অনেক বেড়ে যায়। সেই টাকা পরিশোদ করতে না পেরেই ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।’