আইপিএলের সঙ্গে বিপিএলের তুলনা করতে চাই না: সৌরভ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর নানান কারণে তেমন ভাবে জমে ওঠেনি। এতে বিপিএলের আয়োজন নিয়েও রয়েছে প্রশ্ন। বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি আসরের প্রয়োজনীয়তা আছে এবং এ আসর দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

আজ শুক্রবার দুপুরে গুলশানে বিসিবি পরিচালক ইফতিখার রহমান মিঠুর বাসায় সাংবাদিকদের সাথে আলাপে বিপিএল নিয়ে নানান কথা বলেন বিসিসিআই-এর সাবেক প্রধান।

সৌরভ গাঙ্গুলি বলেন, ‘আমার মতে, ফ্র্যাঞ্চাইজিভিত্তিকও থাকবে আবার আন্তর্জাতিক ক্রিকেটও থাকবে। কারণ দেশের হয়ে খেলার মতো গর্ব তো কোনো কিছুতে নেই। আল্টিমেটলি যখন ক্যারিয়ার শেষ হবে, তখন ওটাই থেকে যাবে যে- বাংলাদেশ, ভারত বা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের হয়ে কে কতটা খেলেছে। সেটা আল্টিমেটলি থেকে যাবে। তো আমি মনে করি, দেশের হয়ে খেলা খুব গর্বের। আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও থাকবে।’

আইপিএলের সঙ্গে বিপিএলের তুলনা করতে চাই না বলে জানিয়েছেন সৌরভ। তিনি বলেন, ‘আইপিএল একটা ভিন্ন জায়গা। আইপিএলে আন্তর্জাতিক ক্রিকেটারদের প্লেয়ার এভেইলেবিলিটি, ফাইনানশিয়াল বিষয়টা অনেক বেশি, বিস্তৃত। এনএফএলের পর বিশ্বের সবচেয়ে বড় লিগ আইপিএল। এতেই বোঝা যায়, আইপিএল আসলে কী! তো আমি তুলনা করতে চাই না। তোমাদের বিপিএলও ভালো হয়।’

বিপিএলের নিয়ে বিসিবি সভাপতির সাথে তার কথা হয়েছে জানিয়ে সৌরভ বলেন, ‘আমি পাপন ভাইয়ের সঙ্গে কথা বলেছি, বিপিএলের কিভাবে উন্নতি করা যায়। তোমাদের দেশে ক্রিকেটের এতো উন্মাদনা। বিপিএলের প্রতিটা ম্যাচে মাঠভর্তি থাকে। এটা একটা আশীর্বাদ। আমার মনে হয় না তুলনা করা ঠিক হবে। তবে আমি সবসময় চাইব, বাংলাদেশ ক্রিকেটের ভালো হোক।’

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »