নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইপিএলের ১২তম আসরের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে ১ রানে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে মুম্বাই ইন্ডিয়ান্স।নাটকীয় ভরা এই রুদ্ধশ্বাস ম্যাচে জয়ের মাধ্যমে নিজেদের শিরোপা ঝুলিতে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ চারটি শিরোপা জমা করলো মুম্বাই ইন্ডিয়ান্স।
টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স।চেন্নাই বোলারদের বোলিং তোপে খুব একটা সুবিধা করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানরা।দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান আসে কাইরন পোলার্ডের ব্যাট থেকে।
১৫০ রানের মামুলি পুজি নিয়ে চেন্নাইয়ের ব্যাটিং লাইনআপ সামলাতে মাঠে নামে মুম্বাই ইন্ডিয়ান্স।
শিরোপা ধরে রাখার লক্ষ্যে দেড়শ রানের লক্ষ্যে ছোটা চেন্নাইকে দারুণ শুরুর ইঙ্গিত দিচ্ছিলেন দলের দুই ওপেনার ফ্যাফ ডু প্লেসিস ও শেন ওয়াটসন।ব্যক্তিগত ২৬ রানের ফ্যাফ ডু প্লেসিস ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে ব্রাভোকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন শেন ওয়াটসন।কিন্তু শেন ওয়াটসন ও ব্রাভোর বিদায়ের পর বিপাকে পড়ে যায় চেন্নাই।রোমাঞ্চকর শেষ ওভারে প্রয়োজন ছিল ৯ রান, চেন্নাই নিতে পারে মাত্র ৭ রান। ফলে ১ রানের অবিশ্বাস্য জয় পায় রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই।
সংক্ষিপ্ত স্কোর
মুম্বাই ইন্ডিয়ান্স ১৪৯/৮ (২০ ওভার)
পোলার্ড ৪১, ডি কক ২৯, কিষাণ ২৩
দীপক ২৬/২, তাহির ২৩/২, শার্দূল৩৭/২
চেন্নাই সুপার কিংস ১৪৮/৭ (২০ ওভার)
ওয়াটসন ৮০, ডু প্লেসিস ২৬, ব্রাভো ১৫
বুমরাহ ১৪/২, রাহুল ১৪/১, ক্রুনাল ৩৯/১
ফল: মুম্বাই ইন্ডিয়ান্স ১ রানে জিতে চ্যাম্পিয়ন।