আইপিএলের বাজার এখনো অপ্রস্তুত!

নিউজ ডেস্ক »

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিয়াই এই বছরের স্থগিত আইপিএল যে করে হোক আয়োজন করতে চায়। সে হিসেবে তার চোখ রেখেছে অক্টোবরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে। এই বিশ্বকাপ যদি করোনা ভাইরাসের কারণে আইসিসি স্থগিত করে দেয় তাহলে তারা এই সময়ে আইপিএল আয়োজন করবে।

তবে সে সময়ে আইপিএল আয়োজনের সঠিক সময় নয় বলে জানিয়েছেন স্টার ইন্ডিয়া ও ডিজনি ইন্ডিয়ার উদয় সংকর। তার মতে করোনার এই পরিস্থিতি আইপিএলের জন্য সুবিধার হবেনা।

আইপিএলের এক আসরে অনেক প্রতিষ্ঠান কোটি কোটি টাকা ব্যয় করে। করোনার এই অর্থ মন্দা পরিস্থিতিতে তারা তৈরী কিনা সে নিয়ে সংশয় প্রকাশ করেছে উদয় সংকর। তিনি বলেন, ‘সব কিছু অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়ে গেছে। ভারতে সব আগের মতো হয়নি। এমন অবস্থায় আগের মতো করে আইপিএলকে সমর্থন দেওয়ার জন্য বাজার প্রস্তুত কিনা আমি ঠিক জানি।’

এসময় সব স্টেক হোল্ডারদের বিজ্ঞাপন থেকে পাওয়া অর্থ বন্টন করে দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সাথে বলেছেন অতি শীগ্রই আইপিএল কোথায় আয়োজন হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে।

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »