https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
একের পর এক বিতর্ক যেন পিছু ছাড়ছে না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের। অশ্বিনের মানকাডিং কিংবা একই ক্রিকেটারের ৭ বলে ওভার, বাজে আম্পায়ারিং। সব মিলিয়ে এবার যে অব্যবস্থাপনার এক আখড়া হয়ে উঠেছে আইপিএলের ১২তম আসর।
এবার সে বিতর্কে হাওয়া লাগিয়ে ফাইনালের ভেন্যু পরিবর্তন করে আবারও সমালোচিত হল আইপিএল। আইপিএলের নিয়ম অনুযায়ী গত আসরের ফাইনাল জয়ী দলের ঘরের মাঠে হবার কথা পরবর্তী আসর। তবে সেই নিয়মের তোয়াক্কা না করেই আইপিএলের ফাইন সরিয়ে নেয়া হতে পারে হায়দ্রাবাদে!
এর কারণ হিসেবে জানা গেছে, চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামের গ্যালারি সংস্কারের অভাবে টুর্নামেন্টের ফাইনাল এই স্টেডিয়ামে অনুষ্ঠিত না হয়ে হতে পারে হায়দ্রাবাদে। আইপিএলে গভর্নিং কমিটির এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ ক্রিকেট প্রেমীরা।