https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১২তম আসর। পুরাতন রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হবে এটাই স্বাভাবিক। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ ক্রিকেটে রেকর্ড গড়া যেন আহামরি কিছু নয়। কেননা ব্যাট হাতে যে সব আগ্রাসী মনোভাব নিয়ে ক্রিকেটাররা মাঠে নেমে থাকেন সেখানে রেকর্ড তো কেবলই মামুলি ব্যাপার।
এবার দেখে নেয়া যাক এমনই তিনটি রেকর্ড যেগুলো ভেঙে নতুন করে নিজেদের নাম লেখাতে পারেক ক্রিকেটাররা এই আসরে।
এক আসরে সর্বোচ্চ ছক্কা
২০১২ সালে রয়্যাল ক্রিস গেইলের ব্যাট থেকে পুরো আসরে আসে ৫৯টি ছক্কা। যা আইপিএলের এক আসরে কোনো ব্যাটসম্যানের পক্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এদিকে চলতি আসরে গেইলের স্বদেশী আন্দ্রে রাসেলের ব্যট থেকে ইতোমধ্যেই চলে এসেছে ৩৯টি ছক্কা। তাই এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি হয়তো গড়তে যাচ্ছেন বোলারদের কাঁদানো রাসেলই।
এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরি
আইপিএলের ২০১৬ আসরে সর্বোচ্চ ৭টি সেঞ্চুরি হয়েছিল। যেখানে বিরাট কোহলির ব্যাট থেকেই এসেছিল চারটি সেঞ্চুরি। এদিকে আইপিএলের এবারের আসরের এখনও বাকি অর্ধেকের কিছু কম ম্যাচ। আর সেঞ্চুরিও হয়ে গেছে চারটি! সানজু স্যামসনের ব্যাটে সেঞ্চুরির শুরুটা হলেও এক ম্যাচেই জনি বেয়ারস্টো এবং ডেভিড ওয়ার্নার এবং পরবর্তীতে লোকেশ রাহুল আর সর্বশেষ বিরাট কোহলির ব্যাট থেকেও এসেছে সেঞ্চুরি। ফলে এক আসরে ৭টি সেঞ্চুরির রেকর্ড ভাঙতে আর খুব বেশি সময় নাও লাগতে পারে।
এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি
আইপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় প্রথম স্থানে রয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। এদিকে দিল্লি ক্যাপিটালসের হয়ে এখন পর্যন্ত এই আসরে ২১ উইকেট নিজের ঝুলিতে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। লিগ পর্বে দিল্লির এখনও ম্যাচ বাকি চারটি। তাছাড়া প্লে অফ কিংবা ফাইনালে যেতে পারলে তো ম্যাচ থাকছেই। তাই সব মিলিয়ে এই পেসার যদি আর মাত্র ১২ উইকেট নিতে পারেন তাহলে ব্রাভোকে পেছনে ফেলে নতুন রেকর্ডের মালিক হতে যাচ্ছেন রাবাদা।