জুবায়ের আহমেদ »
টি২০ বিশ্বকাপ ২০২৪ এর উদ্বোধনী ম্যাচে আজ কানাডার সাথে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে স্বাগতিক আমেরিকা। দুই দলেরই ছিলো এটি বিশ্বকাপের প্রথম ম্যাচ। নিজেদের ক্রিকেট ইতিহাসে বিশ্বকাপের প্রথম ম্যাচেই শেষ হাসি হেসেছে স্বাগতিক আমেরিকা। আমেরিকার রেকর্ড গড়া জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ক্যারিবিয়ান ব্লাড আমেরিকার অধিনায়ক অ্যারণ জোন্স।
কানাডার গড়া ১৯৪ রানের জবাবে ১৪ বল হতে রেখেই ৭ উইকেটে বড় জয় তুলে নেয়ার ম্যাচে ব্যাট হাতে তান্ডব চালিয়ে মাত্র ২২ বলে ফিফটি করে শেষ পর্যন্ত ৪০ বলে ১০ ছয়ে ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছেড়েছেন।
দলীয় সফলতার পাশাপাশি জোন্সের এই ইনিংসটি টি২০ ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন ৭০ রান করা ব্যাটাদের মধ্যে সবচেয়ে ঝড়ো ইনিংসের রেকর্ড। জোন্স ২৩৫ স্ট্রাইকরেটে ৪০ বলে ৯৪ রান করেন। অপরদিকে ২০০৭ সালের বিশ্বকাপে যুবরাজ সিংহ ২৩৩.৩৩ স্ট্রাইকরেটে ৩০ বলে ৭০ রান করেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। ডি ভিলিয়ার্স ২০০৯ সালের বিশ্বকাপে ৩৩২.৩৫ স্ট্রাইকরেটে ৩৪ বলে ৭৯ রান করেছিলেন স্কটল্যান্ডের বিপক্ষে।
উইন্ডিজ বোর্ডের অধীনে বার্বাডোজের হয়ে অনুর্ধ্ব ১৫ ও ১৯ দলের হয়ে ক্রিকেট খেলেছেন জোন্স। জেসন হোল্ডার ও শাই হোপের সাথে ২০১৬ সালে লিষ্ট এ ক্রিকেটেও অভিষেক হয়েছিল জোন্সের। কিন্তু ২০১৮ সালে আমেরিকায় পারি জমানো জোন্স ২০১৯ সালেই আমেরিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন এবং বর্তমানে আমেরিকার অধিনায়ক ৩০ বছর বয়সী জোন্স।
দলগত সাফল্যে আমেরিকা হয়তো চলতি বিশ্বকাপে খুব বেশি দূর যেতে পারবে না, তবে জোন্স দেখিয়েছেন নিজের সামর্থ্য। বিশ্বকাপের “এ’ গ্রæপে খেলা আমেরিকা ইতিমধ্যে কানাডাকে হারিয়েছে। সামনে ভারত, পাকিস্তান ও আয়ারলান্ডের মুখোমুখি হবে।
ভারত এবং পাকিস্তানকে হারানো আমেরিকার জন্য কঠিন হলেও আয়ারল্যান্ডকে ছেড়ে কথা বলবে না আমেরিকা। তবে ভারত, উইন্ডিজ ও পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে গড়া আমেরিকা দল শেষ পর্যন্ত বড় কোন অঘটন ঘটিয়ে দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। জোন্সরা তেমন কিছুরই ইঙ্গিত দিয়ে রেখেছেন ইতিমধ্যে।