নিউজ ডেস্ক »
কোভিড-১৯ এর পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে যেতে শুরু করায় ক্রিকেটারদের উপর নজরদারি বাড়িয়েছেন বিসিবি। বিশেষ করে মাশরাফি বিন মোর্ত্তজা এবং নাজমুল হাসান অপুর আক্রান্তের পরেই নড়েচড়ে বসেছে বিসিবি। এছাড়াও পাকিস্তানে হঠাৎই এতগুলো ক্রিকেটারের কোভিড পজিটিভ আসায় চিন্তায় ফেলে দিয়েছে বিসিবিকেও। তার অংশ হিসেবেই নতুন একটি সফটওয়্যার এনেছে বিসিবি। যার মাধ্যমে অনেক ক্রিকেটারের নজরদারি করতে পারবে বিসিবি।
আপাতত প্রাথমিক ভাবে ৭০ জন ক্রিকেটার নিয়ে এই প্রক্রিয়া শুরু করলেও পরবর্তীতে সেটিকে ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের পর্যন্ত ছড়িয়ে দেওয়ার সম্ভবনা আছে বলেও জানায় বিসিবি। এখন পর্যন্ত বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটারসহ ৩৫ জন ক্রিকেটার এই তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে। এছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলটিও আছেন এই প্রাথমিক নজরদারিতে। এছাড়াও নারী ক্রিকেটাররাও আছেন।
এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী বলেন,’ আপাতত সবাইকে এই অ্যাপের আওতায় আমরা আনতে পারছি না। তবে ধাপে ধাপে আরো অনেককেই আমরা যুক্ত করবো। একে একে সাপোর্ট স্টাফসহ অন্যরাও যোগ হবেন। ‘
“কোভিড -১৯ ওয়েল বিয়িং” নামক অ্যাপটি মূলত ক্রিকেটারদের দেওয়া তথ্যের তদারকি করবেন। প্রতিদিন সকালে ক্রিকেটাররা নিজের শারীরিক কিছু প্রশ্নের উত্তর দেবেন এই অ্যাপটির মাধ্যমে। যাতে কারও শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাৎক্ষনিক উপযুক্ত ব্যাবস্থা নিতে পারে বিসিবি।
এর আগেও এধরণের সফটওয়্যার ব্যাবহার করেছেন ক্রিকেটাররা। তারই একটি সম্প্রসারিত সংস্করণ এটি বলে জানান বিসিবির প্রধান নির্বাহী। এর মাধ্যমে প্রতিদিন ৭০ এর অধিক সংশ্লিষ্টদের খোঁজ খবর নিতে পারবে বিসিবি। ক্রিকেটাররা মাত্র ৩০ কিংবা ৪০ সেকেন্ড খরচ করলেই তথ্য পৌঁছে যাবে বিসিবিতে। এতে সবার শারীরিক খোঁজ খবর রাখা সহজ হবে বলেও জানান বিসিবি সিইও।
নিজামুদ্দিন চৌধুরী বলেন, ‘৭০ জন ক্রিকেটারকে প্রতিদিন ফোন করে স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া খুব কঠিন কাজ হত। অ্যাপের মাধ্যমে সেটি খুব সহজেই আমরা জানতে পারব এখন।’
নিউজ ক্রিকেট/কেএমএএইচ