নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের সিরিজটি নিজের মতো করে সাজিয়েছিলেন ইমাম উল হক। যে কারণে এই সফরটিকে নিজের শিক্ষাসফর মানছেন পাকিস্তানের এই ওপেনিং ব্যাটার। যদিও অজিদের বিপক্ষে পারফর্ম করা মোটেই সহজ ছিল না বলেও মনে করেন তিনি।
তিন ম্যাচের টেস্ট সিরিজে ২ সেঞ্চুরিতে ইমাম করেছেন ৩৭০ রান। টেস্টের ধারাবাহিকতায় ওয়ানডে সিরিজটাও দুর্দান্ত খেলেছেন তিনি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১০১, ১০৬ ও ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন এই বাঁহাতি ব্যাটার।
নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ইমাম বলেছেন,”টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া আমাদের কঠিন সময় উপহার দিয়েছে এবং তারা দুর্দান্ত খেলেছে। ক্রিকেটার হিসেবে চাপের ভেতর থেকে আমি অনেক কিছু শিখেছি।”
২ বছরের বেশি সময় পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে টেস্টে ফেরেন ইমাম। আর ফেরাটাকে রাজকীয় প্রত্যাবর্তনে রূপ দিয়েছেন পাকিস্তানের এই বাঁহাতি ওপেনার। ধারাবাহিকতা ধরে রাখার জন্য কঠোর পরিশ্রমও করেছেন ইমাম। স্বীকার করেছেন ঘরোয়া ক্রিকেটের অবদানের কথাও।
ইমাম বলেছেন,”আমি আমার খেলার উন্নতির জন্য নেটে ও ঘরোয়া ক্রিকেটে কঠোর পরিশ্রম করেছি। আমি এখন তারই ফলাফল পাচ্ছি।”