স্পোর্টস ডেস্ক »
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান উসমান খাজা মনে করেন তিনি এখনো অজিদের ছয় জন সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন। শুধু তাই নয় অজিদের হয়ে টেস্ট খেলার জন্য তিনি এখনো আশাবাদী। তার কাছে জাতীয় দলে খেলতে বয়সটা বিবেচ্য বিষয় না।
সম্প্রতি উসমান খাজা ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের পর টেস্ট দল থেকে ছিটকে যান তিনি। এরপর থেকে খাজা টেস্ট দলের বাইরে রয়েছেন। বিশ্বকাপের পর ওয়ানডে দল থেকেও বাদ পড়েন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি অজি ব্যাটসম্যান।
উসমান খাজা বলেন, ‘বয়সটা শুধুই একটা সংখ্যা যদি আপনি পারফরম করতে পারেন। বয়স ৩৭ কিংবা ৩৮ হলেই আমার ক্যারিয়ার শেষের পথে এটা ভাবার কোনো কারন নেই। আমি অহংকার করছি না তবে বলতে পারি বর্তমানে অস্ট্রেলিয়ার সেরা ছয়জন ব্যাটসম্যানের একজন আমি।’
সম্প্রতি অস্ট্রেলিয়ার কেন্দ্রিয় চুক্তিব্ধ ক্রিকেটারের তালিকা থেকে বাদ পড়েছেন উসমান খাজা। তবে এখনো জাতীয় দলে ফেরার মতো সক্ষমতা তার রয়েছে বলে বিশ্বাস করেন। এই উপমহাদেশে খাজার স্পিন বোলিংয়ের বিপক্ষে খেলায় দুর্বলতা রয়েছে।
বাঁহাতি অজি ব্যাটসম্যান বলেন, ‘আমাদের দেশে ভালো ব্যাটসম্যানদের মতো আমিও স্পিনের বিপক্ষে খেলতে পারি তবে আমার চেয়ে ভালো রয়েছে। স্টিভেন স্মিথের কথা বলবো, অসাধারণ ব্যাটসম্যান সে। তবে সবচেয়ে বড় কথা হলো রান করা।’
দীর্ঘ দিন পর সম্প্রতি টেস্ট র্যাংকিংয়ের এক নম্বর জায়গাটা ফিরে পেয়েছে অস্ট্রেলিয়া। তবে এই শীর্ষ স্থানটা ধরে রাখতে হলেও যুদ্ধ করতে হবে অস্ট্রেলিয়াকে।
বাংলাদেশ সময়ঃ ৮.৫০ পিএম
নিউজক্রিকেট২৪/এসএমএস