অস্ট্রেলিয়া-আফ্রিকার মহারণ আজ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি বিশ্বকাপের শুরুটা স্বপ্নের মতো হয়েছিল দক্ষিণ আফ্রিকার। শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়ে এবারের আসর শুরু করেছিল প্রোটিয়ারা। অন্যদিকে দুঃস্বপ্নের মতো শুরু ছিল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হারতে হয়েছে বিশাল ব্যবধানে।

আহত অস্ট্রেলিয়া কতটা ভয়ঙ্কর ক্রিকেট বিশ্ব তা জানে। সঙ্গে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার মধ্যকার বৃহস্পতিবারের ম্যাচটি তাই দিচ্ছে বারুদে লড়াইয়ের আভাস।

টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টেম্বা বাভুমার দল। তবে ফর্মের তুঙ্গে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ নিতে চায় অস্ট্রেলিয়া। লক্ষ্নৌতে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়া সত্ত্বেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ঐ সিরিজের আত্মবিশ্বাস বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই কাজে লাগায় দক্ষিণ আফ্রিকা।

এখন পর্যন্ত ওয়ানডেতে ১০৮ ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার জয় ৫০টিতে ও দক্ষিণ আফ্রিকার জয় ৫৪টিতে। ৩টি ম্যাচ টাই ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »