নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের ভাগ্য ভালো, সেমিফাইনাল নিশ্চিত করার তাড়ায় শ্রীলঙ্কাকে নাকানিচুবানি খাইয়ে নিউজিল্যান্ড মিরাজদের জন্য কাজটা সহজ করে দিয়েছে।
আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে বিশ্বকাপের সেরা আট দল যাবে। এর মধ্যে ইংল্যান্ডের রানরেট বাংলাদেশের চেয়ে বেশি। এবং পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড জিতে যেতেও পারে। তাই তাদের সমীকরণে না আনাই ভালো। এর চেয়ে রানরেটে পিছিয়ে থাকা দুই দল শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের কথা ভাবা যাক।
৯ ম্যাচ শেষে লঙ্কানদের রানরেট -১.৪১৯। ওদিকে ৮ ম্যাচ শেষে বাংলাদেশের রানরেট -১.১৪১। নেদারল্যান্ডসের যা -১.৬৩৫। অর্থাৎ নেদারল্যান্ডস যদি স্বাভাবিক কাজটা করে, অর্থাৎ ভারতের কাছে হেরে যায়, বাংলাদেশের অবস্থান বেশ সুবিধাজনক।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারলেও শ্রীলঙ্কার চেয়ে রানরেটে এগিয়ে থাকবে বাংলাদেশ। তবে ব্যবধানটা কত? এটা একদম নিখুঁতভাবে বলা সম্ভব নয়। কারণ, ম্যাচ পরিস্থিতির ওপর সবকিছু নির্ভর করে। ধরা যাক, অস্ট্রেলিয়া ৪০০ রান করে ফেলল আজকে। সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু কিছুটা হলেও চিন্তার কারণ আছে। কারণ, শ্রীলঙ্কার চেয়ে রানরেটে এগিয়ে থাকতে হলে তখন অন্তত ২২৮ রান করতে হবে। অর্থাৎ, অস্ট্রেলিয়া ৪০০ রান করলে সর্বোচ্চ ১৭২ রানে হারতে পারবে বাংলাদেশ। আবার ৫০০ করলে বাংলাদেশকে করতে হবে ৩৩০ রান। তখন সর্বোচ্চ ১৭০ রানে হারতে পারবে বাংলাদেশ।
অস্ট্রেলিয়া ৩৫০ রান করলে সর্বোচ্চ ১৭৩ রানে হারতে পারবে বাংলাদেশ। এভাবে যদি ধীরে ধীরে ৩০০, ২৫০, ২০০ রান করে অস্ট্রেলিয়া, সেক্ষেত্রে বাংলাদেশের সর্বোচ্চ হারের ব্যবধানও ধীরে ধীরে ১৭৪, ১৭৫, ১৭৭ হবে। মানে, অস্ট্রেলিয়া ২০০ রানে থামলে, বাংলাদেশ ২৩ রান অলআউট হয়ে বিশ্বরেকর্ড গড়লেও শ্রীলঙ্কার ওপরে থাকবে