অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও মিস করতে পারেন পান্ডিয়া-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি বিশ্বকাপে পায়ের গোড়ালিতে চোট পেয়ে ছিটকে গেছেন ভারতের বিশ্বকাপ দল থেকে। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও মিস করার শঙ্কায় পড়েছেন এই অলরাউন্ডার।

আগামী ২৩ নভেম্বর ওয়াইএস রাজশেখরা রেড্ডী ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে স্বাগতিক ভারত।

এর আগে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে বল করতে গিয়ে ফলোথ্রু পা দিয়ে থামাতে গিয়ে গোড়ালিতে চোট পান হার্দিক পান্ডিয়া। পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, তার পায়ের লিগামেন্ট ছিড়ে গেছে। আশা করা হচ্ছিল, বিশ্বকাপে ফিরবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তার ফেরা হয়নি।

সর্বশেষ দেওয়া কয়েকটি রিপোর্টে বলা হয়েছে, ইনজুরি থেকে ফিরে আসতে হার্দিকে আরও কিছু সময় লাগবে। যে কারণে অসিদের বিপক্ষে ঘোষিত স্কোয়াডে নাও থাকতে পারেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »