অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেলো না দক্ষিণ আফ্রিকা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ডারবানে প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাতে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের ১১১ রানের বড় ব্যবধানে হারিয়েছে অজিরা।

কিংসমিডে টস হেরে ব্যাট করতে নেমে মিচেল মার্শ ও টিম ডেভিডের ঝড়ো গতির ব্যাটিংয়ে ২০ ওভারে ৬ উইকেটে ২২৬ রানের বিশাল সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। মিচেল মার্শ ৪৯ বলে ৯২ রানে অপরাজিত থাকেন। আর টিম ডেভিডের ব্যাট থেকে আসে ২৮ বলে ৬৪ রান। প্রোটিয়া বোলার লিজাড উইলিয়ামস ৩টি উইকেট নেন।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে একেবারেই সুবিধা করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ১৫ দশমিক ৩ ওভারে ১১৫ রানে অলআউট হয় প্রোটিয়ারা। রিজা হ্যান্ডরিক্স ৪৩ বলে ৫৬ রান করেন। অজি বোলার তানভীর সানঘা ৪টি ও মার্কাস স্টোয়নিস ৩টি উইকেট নেন।

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »