অসহায় গর্ভবতীদের পাশে দাঁড়ালেন তামিম-রুবেল!

নিউজ ডেস্ক »

করোনার প্রকোপে শুরু থেকে অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল ও রুবেল হোসেন সহ আরো অনেকেই। সম্প্রতি তারা জানতে পারেন সাবেক এক নারী ক্রিকেটার আরিফা জাহান বিথী গর্ভবতী অসহায় নারীদের জন্য কাজ করছেন। এই অসহায় গর্ভবতী নারীদের সাহায্যের জন্য বিথীর পাশে দাঁড়িয়েছেন তামিম-রুবেল সহ বিকেএসপির সাবেক কোচসহ আরো কয়েকজন নারী ক্রিকেটার। করোনার প্রকোপে গরীব অসহায়দের জন্য তিন বেলা খাবার জোটানো বড়ই কষ্টসাধ্য ব্যাপার। তবে বিথী এ পর্যন্ত ২০০ পরিবারকে খাবার সহায়তা দিয়েছে।

বিথীর এই কাজের খবর রুবেল হোসেন জানতে পারেন শুরুতে। এরপর রুবেলের মাধ্যমে তামিমের কানে পৌঁছায়। তারপর ই তামিম নিজে বিথীকে ফোন করে তার সাথে কথা বলে এসব মানুষেদর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। এ ব্যাপারে বিথী জানান, ‘আমি প্রথমে বিশ্বাস ই করতে পারিনি আমার মতো একজন ক্ষুদ্র খেলোয়াড়কে তিনি ফোন দিবেন। এটা আমার জন্য অনেক বড় কিছু।আমার অনেক ভালো লেগেছে এবং আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে।’

শুধু তামিম-রুবেল সহ আরো নারী ক্রিকেটারই নয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির সাবেক শিক্ষক নাজমুল আবেদিন ফাহিম স্যার ও বিথীর সাথে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন।বিথী এ বিষয়ে জানান, ‘আমি এ পর্যন্ত প্রায় ৭০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি। তামিম-রুবেল ভাই ছাড়াও আরো নারী ক্রিকেটাররা পাশে ছিলেন যেমন নাহিদা আক্তার, আদুরি, জেসি, সিনথিয়া, মনিকা, শ্রাবন্তী। এছাড়াও বিকেএসপির ফাহিম স্যার ও সহযোগীতা করেছেন।’

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ব্যাপারে জানালে সেখান থেকেও বিথী ব্যাপক সাড়া পান।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »