নিউজ ডেস্ক »
এবার বগুড়ার মেধাবী ছাত্রী তাইরিনা সাবরিন তোরার পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তোরা। মাধ্যমিক পরিক্ষায় ১৩’শ নম্বরের মধ্যে ১২৬৬ নম্বর পেয়ে জেলার মধ্যে মরধা তালিকায় প্রথম হয়েছেন তিনি। তবে বাবা একজন সাধারণ ফুটপাতের ফল বিক্রেতা হওয়ায় উচ্চ শিক্ষা নিয়ে অনিশ্চয়তার মধ্যে ছিলো তোরা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নজর কাড়ে মুশফিকুর রহিমের। এরপরই সাবরিন তোরার পাশে দাঁড়ান এই ক্রিকেটার।
আপাতত উচ্চ মাধ্যমিকে ভর্তি, বই এবং আসবাবপত্রের জন্য ২০ হাজার নগদ অর্থ প্রদান করেন মুশফিকুর রহিম এছাড়াও প্রতি মাসেই ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি পাবে এই মেধাবী ছাত্রী। শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামির হোসেন মুশফিকুর রহিমের পক্ষ থেকে এই টাকা তোরার হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন এবং মুশফিকুর রহিমের বন্ধু মাকসুদুর রহমান।
সাবরিন তোরা পরিবারের বড় মেয়ে। পরিবারে আয়ের একমাত্র উৎস বাবা। মা গৃহিণী। অভাবের সংসারে ভাড়া বাড়িতে থেকেই পড়াশোনা চালাতেন তোরা। স্বপ্নটা দেশের সেরা বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান শেষ করে ম্যাজিস্ট্রেট হওয়ার। তবে সে স্বপ্নে অনেকটাই ভাঁটা পরেছিলো পারিবারিক অসচ্ছলতার কারণে। তবে মুশফিকুর রহিম পাশে দাড়ানোয় এবার হয়তো আশাটা পূরণ হবে তোরার।
নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ