অলরাউন্ড ক্রিকেট খেলতে চাই: সাকিব

ক্রীড়া প্রতিবেদক »

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ বৃহস্পতিবার (৩১ আগস্ট) স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এশিয়া কাপ শুরু আগেই বাংলাদেশ শিবিরে ধাক্কা। জ্বরের কারণে লিটন দাসের এশিয়া কাপ শেষ। আর দেশ ছাড়ার আগে ইনজুরিতে ছিটকে গেছেন পেসার এবাদত হোসেন। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগের দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছাড়াই এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

ম্যাচের আগের দিন অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা।   ওপেনিংয়ে লিটন না থাকায়র ওপেনার তানজিদ তামিমের অভিষেক অনেকটা নিশ্চিত। লিটনরে পরিবর্তে এনামুল হক বিজয় দলে ডাক পেলেও হুট করে একাদশে না খেলার সম্ভাবনাই বেশি। এবাদত না থাকায় মুস্তাফিজ-তাসকিনের সঙ্গে তানজিম সাকিববে পরখ করে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট।

বুধবার (৩০ আগস্ট) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসান শক্তির দিক দিয়ে তিনি দুদলকেই সমান ভাবে দেখছেন। সাকিব বলেন ‘অভিজ্ঞতার দিক থেকে অবশ্যই আমরা হয়তো কিছু দিক থেকে এগিয়ে। কিন্তু আমি যেটা বললাম শ্রীলঙ্কার কন্ডিশনে যারা খেলছে ওরা মাত্র এলপিএল থেকে খেলে এসেছে। সেখানে যারা পারফর্ম করেছে তারাই এসেছে দলে। আসলে কাউকেই ছোট করার কিছু নেই। ওরাও মুখিয়ে থাকবে ভালো পারফর্ম করার জন্য। আমাদের বোলারদের যেহেতু অভিজ্ঞতা আছে সেটা হয়তো আমরা কাজে লাগাতে পারব।’

তবে জয়ের ব্যাপারে আশাবাদী সাকিব। জানান একটা বিভাগ নয় ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই দাপট দেখিয়ে ম্যাচ জিততে চান তিনি। সাকিব বলেন, ‘আসলে আমি একটা বিভাগের ওপর নির্ভর করে জিততে চাই না। আমার কাছে মনে হয় আমরা যদি প্রতিটি বিভাগেই ভালো খেলি সেটা পেস বোলিং আক্রমণ হতে পারে, স্পিনার, ব্যাটার কিংবা ফিল্ডারও হতে পারে। চারটা জায়গাতে যদি আমরা ভালো খেলি, তাহলে আমাদের ভালোভাবে জেতার সম্ভাবনা বেশি থাকবে। আমরা সেটাই করার চেষ্টা করব, অলরাউন্ড ক্রিকেট খেলতে চাই। এমনটা না যে শুধু পেস বোলাররা আমাদের জিতিয়ে দেবে কিংবা শুধু ব্যাটাররা জিতিয়ে দেবে এটা নয়। আমরা চাই সবদিক থেকে ওদের চেয়ে ভালো খেলে জিতব।’

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেড়িয়ামে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

 

 

আরএ/নিউজক্রিকেট২৪

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »