নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের একমাএ টেস্ট। টেষ্টে জিম্বাবুয়ের করা ১ম ইনিংসে ২৬৫ রানে জবাবে বাংলাদেশ তাদের ১ম ইনিংসে ব্যাট করছে। ২য় দিন শেষ করে বাংলাদেশের সংগ্রহ ছিল ৭১ ওভারে – ২৪০/৩ ( মোমিনুল ৭৯* আর মুশফিক ৩২* ) তৃতীয় দিনের প্রথম সেশনে অধিনায়ক মোমিনুল পেল শতকের দেখা।
৩য় দিনের ২য় সেশনে এসে মুশি পেলেন শতক। আগের দিনের করা ৭৯* রানে অপরাজিত থেকে তৃতীয় দিনে এসে শতকের দেখা পান মিমি। আর আগের দিনে ৩২* অপরাজিত থেকে ৩য় দিনের ২য় সেশনে এসে নিজের ক্যারিয়ারের ৭ম শতকের দেখা পান মুশফিকুর রহিম। মোমিনুল ও মুশফিকের এই জুটি থেকে আসে ২২২রানের পার্টনারশীপ।
৩য় দিনের ১ম সেশনে মোমিনুল ও মুশফিক বেশ দেখে শুনে ব্যাট করতে থাকেন। এই সেশনে ২৮ ওভার ব্যাট করে বাংলাদেশ বিনা উইকেটে ১১১ রান সংগ্রহ করে। মধ্যাহ্ন বিরতি শেষে দলীয় ৩৯৪ রানে মোমিনুল আউট হন। ব্যাক্তিগত ১৩২ রানে। এর পর ক্রিজে আসেন মিথুন আলী। সেও বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি মুশিকে।
দলীয় ৪২১ রানে আউট হন মিথুন আলী। ব্যাক্তিগত ১৭ রান করে আউট হন। তারপর ক্রিজে আসেন লিটন দাস। মুশফিকের সাথে বেশ দেখে শুনে খেলতে থাকেন। অর্ধশতক করেন উইকেটকিপার লিটন দাস। দলীয় ৫৩২ রানে ব্যাক্তিগত ৫২ রান করে সিকান্দার রাজার বলে চাকাভার তালুবন্দী হল লিটন দাস।
মুশি আর লিটন জুটি থেকে আসে ১১১ রান। শেষ পর্যন্ত বাংলাদেশের ১ম ইনিংসে সংগ্রহ ১৫০ ওভারে – ৫৪১/৬ ( মুশি ১৯০* আর তাইজুল ৮* )