https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে গত ম্যাচে মুম্বাই ইন্ডিয়াঞ্চের দেয়া ১৩৭ রানের লক্ষ্য পেরুতে পারেনি দলটি।
জোসেফ আলজারির রেকর্ড গড়ার দিনে মাত্র ৯৬ রানে অলআউট হয় হায়দ্রাবাদ। জোসেফের বোলিং তোপে পরে একের পর এক ব্যাটসম্যান ফিরে যেতে থাকেন প্যাভিলিয়নে।
এদিকে আইপিএলে যেকোনো ক্রিকেটারের অভিষেক ম্যাচে ৬ উইকেট নেয়ার প্রথম রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। শুধু তাই নয় আইপিএলের ইতিহাসে এটাই হচ্ছে সেরা বোলিং ফিগার। ১২ রানের বিনিময়ে ৬ উইকেট নেয়া জোসেফ পেছনে ফেলেছেন সোঘেল তানভিরের ১৪ রানের বিনিময়ে ৬ উইকেট এবং অ্যাডাম জাম্পার ১৯ রানে ৬ উইকেট নেয়ার রেকর্ডকে। এর আগে অভিসেকে ৫ উইকেট নিয়েছিলেন আন্দ্রে টাই।