অভিষেক টেস্টের উভয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন যারা

জাকির আল হাসান »

অভিষেক টেস্টে পাঁচ উইকেট নিয়েছেন ১৫৬ জন ক্রিকেটার। আর অভিষেক টেস্টের উভয় ইনিংসে পাঁচ উইকেট নেওয়া ক্রিকেটার নয়জন।

অভিষেক টেস্টের উভয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন যারা –

১- ফ্রেডরিক মার্টিন

১৮৯০ সালের অ্যাশেজ সিরিজে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে প্রথম ক্রিকেটার হিসাবে অভিষেক টেস্টের উভয় ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন ফ্রেডরিক মার্টিন। দুই ইনিংস মিলিয়ে ১০২ রানে ১২ উইকেট নেন, ইনিংস গুলো যাথাক্রমে
৫০ রানে ৬ উইকেট ও ৫২ রানে ৬ উইকেট।

২- টম রিচার্ডসন

১৮৯৩ সালের অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে অভিষেক টেস্টের উভয় ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন টম রিচার্ডসন। দুই ইনিংস মিলিয়ে ১৫৬ রানে ১০ উইকেট নেন, ইনিংস গুলো যাথাক্রমে ৪৯ রানে ৫ উইকেট ও ১০৭ রানে ৫ উইকেট।

৩- ক্ল্যারি গ্রিমেট

১৯২৪-২৫ মৌসুমে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত পঞ্চম টেস্টে, তৃতীয় ক্রিকেটার ও প্রথম অস্ট্রেলীয় হিসেবে অভিষেক টেস্টের উভয় ইনিংসে পাঁচ উইকেট নেন ক্ল্যারি গ্রিমেট। ৮২ রানে ১১ উইকেট নেন ইনিংস গুলো যাথাক্রমে ৪৫ রানে ৫ উইকেট ও ৩৭ রানে ৬ উইকেট।

৪- চার্লস ম্যারিয়ট

১৯৩৩ সালে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ইংরেজ ক্রিকেটার ও চতুর্থ প্লেয়ার হিসেবে অভিষেক টেস্টের উভয় ইনিংসে পাঁচ উইকেট নেন চার্লস ম্যারিয়ট। ৯৬ রানে ১১ উইকেট নেন ইনিংস গুলো যাথাক্রমে ৩৭ রানে ৫ উইকেট ও ৫৯ রানে ৬ উইকেট।

৫- কেন ফার্নেস

১৯৩৪ সালের অ্যাশেজ সিরিজে ট্রেন্ট ব্রিজে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টের উভয় ইনিংসে পাঁচ উইকেট নেন কেন ফার্নেস। ১৭৯ রানে ১০ উইকেট নেন ইনিংস গুলো যাথাক্রমে ১০২ রানে ৫ উইকেট ও ৭৭ রানে ৫ উইকেট।

৬- হাইঞ্জ জনসন

১৯৪৭-৪৮ মৌসুমে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সাবিনা পার্কে অভিষেক টেস্টের উভয় ইনিংসে পাঁচ উইকেট নেন অ্যাশেজ প্রতিযোগিতার বাইরে প্রথম ক্রিকেটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি ফাস্ট বোলার হাইঞ্জ জনসন। ৯৬ রানে ১০ উইকেট নেন ইনিংস গুলো যাথাক্রমে ৪১ রানে ৫ উইকেট ও ৫৫ রানে ৫ উইকেট।

৭- সিডনি বার্ক

১৯৬১-৬২ মৌসুমে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে সপ্তম ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টের উভয় ইনিংসে পাঁচ উইকেট নেন সিডনি বার্ক। ১৯৬ রানে ১১ উইকেট নেন ইনিংস গুলো যাথাক্রমে ১২৮ রানে ৬ উইকেট ও ৬৮ রানে ৫ উইকেট।

৮- বব ম্যাসি

১৯৭২ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে অষ্টম ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টের উভয় ইনিংসে পাঁচ উইকেট নেন বব ম্যাসি। ১৩৭ রানে ১৬ উইকেট নেন ইনিংস গুলো যাথাক্রমে ৮৪ রানে ৮ উইকেট ও ৫৩ রানে ৮ উইকেট।

৯- নরেন্দ্র হিরওয়ানি

১৯৮৭-৮৮ মৌসুমে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত চতুর্থ টেস্টে নবম ক্রিকেটার ও প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টের উভয় ইনিংসে পাঁচ উইকেট নেন নরেন্দ্র হিরওয়ানি। টেস্ট অভিষেকের সেরা বোলিং ফিগার এখন পর্যন্ত। ১৩৬ রানে ১৬ উইকেট নেন ইনিংস গুলো যাথাক্রমে ৬১ রানে ৮ উইকেট ও ৭৫ রানে ৮ উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »