অভিষেকে দ্রুততম ফিফটির রেকর্ড ক্রুনালের!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গতকাল ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছে ভারতের অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়ার। মূলত ঘরোয়া ক্রিকেটে কিংবা আইপিএলে দারুণ পারফরমেন্স করেই জায়গা করে নিয়েছেন দলে। আর প্রথম ম্যাচে দলে সুযোগ পেয়েই নাম তুলে ফেলে রেকর্ড বইয়ে।

ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত যতজন ক্রিকেটার অভিষেক ম্যাচে অর্ধ-শতক করেছেন তাঁদের মধ্যে সবথেকে দ্রতুতম অর্ধ-শতকের মালিক এখন ক্রুনাল পান্ডিয়া। গতকাল অভিষেক ম্যাচে ব্যাটিং করতে নেমে ইংলিশ বোলারদের কচুকাটা করেছেন তিনি। একের পর এক বলকে করেছেন সীমানাছাড়া।

নিজের এমন আলো ঝলমলে দিনে স্মরণ করতে ভোলেননি কিছুদিন আগে না ফেরার দেশে চলে যাওয়া বাবাকে। তাইতো অর্ধ-শতক করে আকাশের দিকে ব্যাট উচিয়ে তাকিয়ে কিছু একটা বলছিলেন।

শেষ দিকে তার ৩১ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংসের উপর ভর করে ইংলিশদের বড় সংগ্রহের চ্যালেঞ্জ দেয় ভারতীয় ক্রিকেটাররা। শেষ পর্যন্ত ৬৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে কোহলির দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »