নিউজ ডেস্ক »
ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে স্থান পাওয়া একজন ক্রিকেটারের সবচেয়ে বড় পাওয়া। সাধারণত কয়েকটি সিরিজ নিয়মিত ভাল খেললেই কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয় কোন ক্রিকেটারকে চলতি মৌসুমের জন্য। তবে এক্ষেত্রে নিউজিল্যান্ডের ক্রিকেটার ডেভন কনওয়ে খুবই ভাগ্যবান। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড কনওয়েকে ২০২০-২১ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে। অথচ এখনো তার জাতীয় দলে অভিষেক হয়নি। মূলত ঘরোয়া ক্রিকেটের অসাধারণ ব্যাটিং প্রদর্শনী তাকে এই চুক্তিতে স্থান করে দিয়েছে।
দক্ষিন আফ্রিকান বংশদ্ভূত বাঁহাতি ব্যাটসম্যান ডেভন কনওয়ে ছাড়াও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে পেসার কাইল জেমিসন এবং বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলকে। তাছাড়া গত মৌসুমের চুক্তিতে থাকা তিন ক্রিকেটার কলিন মুনরো, জিত রাভাল এবং টড এস্টল বাদ পড়েছেন। টড এস্টল চলতি বছরের শুরুতেই লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।
এই প্রসঙ্গে বোর্ডের সিলেকশন ম্যানেজার গেভিন লারসেন জানান, ‘কাইল, ডেভন এবং এজাজকে কেন্দ্রীয় চুক্তি প্রদান করা সত্যিই রোমাঞ্চকর যারা বিগত ১২ ধরে খুব ভাল করে আসছে।
‘ব্যাট হাতে গত দুই মৌসুম ধরে ডেভন যে ফর্মে রয়েছেন তা উপেক্ষা করা অসম্ভব। টেস্টে সাবকন্টিনেন্টের জন্য এজাজ আমাদের খুব ভাল ঘুর্ণি অস্ত্র হতে যাচ্ছে’- তিনি আরো যোগ করেন।
আন্তর্জাতিক অভিষেকের আগেই কনওয়েকে চুক্তিতে রাখার সিদ্ধান্তটির পিছনে রয়েছে গত দুটি ঘরোয়া মৌসুম ২০১৮-১৯ এবং ২০১৯-২০-এ তার দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য। এই মৌসুমে তিনি তিনটি ঘরোয়া প্রতিযোগিতায় সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে থেকে – প্লাঙ্কেট শিল্ড ( ৭০১ রান), ফোর্ড ট্রফি (৫৫৩ রান) এবং সুপার স্ম্যাশ (৫৪৩ রান) – মোট ১৭৯৭ রান সংগ্রহ করে। তাছাড়া কনওয়ে ২০১৯-২০ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের ঘরোয়া সেরা ক্রিকেটারের পুরস্কার লাভ করেন।
বাংলাদেশ সময়: ১২:৫০ পিএম
নিউজক্রিকেট/এমএস