নিউজ ডেস্ক »
গত সপ্তাহে আইসিসি ক্রিকেট কমিটি কিছু নির্দেশনা সুপারিশ করেছে করোনা পরিস্থিতে ক্রিকেট মাঠে ফেরানোর ব্যাপারে। এর মধ্যে একটি ছিল, টেস্ট ম্যাচে একটি অতিরিক্ত ডিআরএস বাড়ানো। আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলে জানিয়েছেন, স্থানীয় আম্পায়ারদের অনভিজ্ঞতার কারণে টেস্ট ম্যাচে একটি অতিরিক্ত ডিআরএস( ডিসিশন রিভিউ সিস্টেম) বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
অনিল কুম্বলে আরো জানান, করোনা পরিস্থিতিতে ক্রিকেট ম্যাচে স্থানীয় আম্পায়ারদের নিয়োগ করা হলে বিদেশি আম্পায়ারদের ভ্রমণ সংক্রান্ত জটিলতা এবং কোয়ারেন্টাইনের ঝামেলা পোহাতে হবে। তবে সব দেশে তেমন অভিজ্ঞ আম্পায়ার না থাকায় একটি অতিরিক্ত ডিআরএস দুই দলের জন্যই সমান সুবিধা নিশ্চিত করা যাবে।
উল্লেখ্য, ইতোমধ্যে ক্রিকেট মাঠে ফিরেছে ওয়েস্টইন্ডিজ এবং ভানুয়াতুতে। তাছাড়া ইংল্যান্ড জাতীয় দলও শুরু করে দিয়েছে তাদের অনুশীলন। শীঘ্রই দ্বিপক্ষীয় সিরিজ, বিভিন্ন টুর্ণামেন্ট মাঠে গড়াতে যাচ্ছে, তবে মাঠে বেশ কিছু নতুন নিয়মের প্রয়োগ হতে চলেছে নিশ্চিতভাবে।
বাংলাদেশ সময়ঃ ১২:৪৫ পিএম
নিউজক্রিকেট/এমএস