অবসর ভেঙ্গে লাল বলের ক্রিকেটে ফিরতে প্রস্তুত ওয়াহাব

নিউজ ডেস্ক »

পাকিস্তানের অ্যাটাকের সামর্থ্য নিয়ে কারো মধ্যে কখনো সন্দেহ ছিল না কিংবা এখনো নেই। পাকিস্তানে আমিরের মতো তারকা পেসারকেও থাকতে হয় কেন্দ্রীয় চুক্তির বাইরে। কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও পাকিস্তানের সদ্য ঘোষিত ২৯ সদস্যের দলে রাখা হয়েছে ওয়াহাব রিয়াজকে। দলে পেসারের ছড়াছড়ি তবে ওয়াহাবের অভিজ্ঞতা লাল বলে সঠিকভাবে কাজে লাগাতে চায় পাকিস্তান। যদিও লাল বলের ক্রিকেটে সাময়িক অবসরে আছেন বাঁহাতি এই পেসার।

বর্তমান পাকিস্তান দলের হেড কোচ মিসবাহ-উল-হককে ওয়াহাব নিজেই জানিয়েছেন, দল যদি তার প্রয়োজন বোধ করে তাহলে অবশ্যই আবার টেস্টে ফিরতে রাজি তিনি। মিসবাহ গণমাধ্যমকে একথা নিজেই জানিয়েছেন। মিসবাহ বলেন, ‘ওয়াহাবের সঙ্গে আমি কথা বলেছি। সে বলেছে যদি প্রয়োজন হয় তবে আমি ইংল্যান্ডে বিপক্ষে টেস্ট খেলতে প্রস্তুত আছি।‘

ইংল্যান্ড সফরের জন্য সদ্য ঘোষিত স্কোয়াডে রাখা হয়েছে ১০ জন পেসারসহ ৪ জন স্পিনার। এর কারণও ব্যাখা করেছেন স্বয়ং মিসবাহ নিজেই। ইংলিশ কন্ডিশনের কথা চিন্তা করে বোলার বেশি রাখা হয়েছে দলে। তাই বিকল্প ভেবেই লম্বা করা হয়েছে বোলারদের তালিকা।

নিউজক্রিকেট/এসএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »