নিউজ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় দলের পঞ্চপাণ্ডবের একজন মাহমুদুল্লাহ রিয়াদ। দেশের হয়ে তার সফলতার কমতি নেই। বর্তমানে টি-টোয়েন্টি দলের অধিনায়ক। এবার তিনি জানালেন ক্রিকেট থেকে অবসরের পর কি করতে চান।
সম্প্রতি দেশের ক্রিকেট ভিত্তিক পোর্টাাল বিডিক্রিকটাইমের লাইভে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ। লাইভের এক সময় সময় রিয়াদকে প্রশ্ন করা হয় ক্রিকেট ছাড়ার পর রিয়াদ কি করতে চান৷ রিয়াদ জানান ক্রিকেট থেকে অবসরের পর তিনি ক্রিকেট ধারাভাষ্যকার হতে চান। কারণ তার ধারাভাষ্য পছন্দ। রিয়াদ বলেন, ‘ক্রিকেটের শেষে ভাবলে, আমি ধারাভাষ্য দিতে পছন্দ করি। ক্রিকেট শেষে যদি সু্যোগ হয় তাহলে আমি ধারাভাষ্যকার হতে চাই। এটার জন্য যত প্রস্তুতি নেয়ার দরকার তা আমি সব নেয়ার চেষ্টা করবো।’
কাচা ভাবে কোনো কাজ করতে চাননা রিয়াদ। তিনি জানেন কোনো কাজই সহজ না। তাই ধারাভাষ্য কক্ষে আসার আগে তিনি ধারাভাষ্যকারের নূন্যতম জ্ঞান নিজের মধ্যে অর্জন করতে চান। ক্রিকেটের মত সময়ের সাথে সাথেও ধারাভাষ্য দিতে দিতে তিনি পরিপক্ব হবে বলে জানান। তার ভাষায়, ‘সব ব্যাপারেই একটা শিক্ষনীয় দিক থাকে। এই কাজটি এত সহজ না। আমি ক্রিকেট যেমন খেলতে খেলতে শিখেছি ধারাভাষ্যও ওইভাবে শিখতে চাই। ধারাভাষ্যকার হতে যে জ্ঞান তাকা দরকার তার ওইটুকু নিয়ে আমি এই কাজে আসতে চাই।’
বাংলাদেশ সময়ঃ ২:১৫ পিএম
নিউজক্রিকেট/আরআর