অবশেষে বিশ্বকাপ ফাইনাল নিয়ে মুখ খুললো আইসিসি

নিউজ ডেস্ক »

বেশ কিছুদিন ধরেই ২০১১ বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে চলছে বেশ জল্পনা-কল্পনা। ২০১১ সালের বিশ্বকাপের ফাইনালে ফিক্সিংয়ের অভিযোগ আনেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী। সেই সূত্র ধরেই ৯ বছর পর ম্যাচটি নিয়ে তদন্ত চালায় আইসিসি এবং লংকান পুলিশ। ক্রিকেটারদের জেরা করেও কিছু পায়নি তারা। এসময় তদন্তের সমাপ্তি এবং ফিক্সিংয়ের অভিযোগ ভুল বলে দাবী করে লংকান পুলিশ। এবার লংকান পুলিশের সাথে একমত পোষণ করেছে আইসিসিও।

শুক্রবার (৩’রা জুলাই) এক বিবৃতিতে এসব কথা জানিয়েছেন আইসিসি। এ নিয়ে আইসিসির দূর্নীতি দমন বিভাগের মহা ব্যাবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেন, ‘বিশ্বকাপ ফাইনাল ২০১১-এর সততা নিয়ে সন্দেহ করার কোনও কারণ আমাদের নেই।’

‘আমরা এই ধরণের সমস্ত অভিযোগকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করি এবং দাবিগুলি সংশোধন করার জন্য আমাদের কোনও প্রমাণ পাওয়া উচিত, আমরা আমাদের বর্তমান অবস্থান পর্যালোচনা করব।’ আরও যোগ করেন মার্শাল।

তৎকালীন লংকান ক্রীড়ামন্ত্রীর দেয়া চিঠির ব্যাপারে সম্পূর্ণ নাকোচ করেছেন আইসিসি৷ আইসিসির কাছে এমন কোন চিঠিই পৌছায়নি বলে জানান মার্শাল। মার্শাল বলেন, ‘শ্রীলংকার তৎকালীন ক্রীড়ামন্ত্রীর আইসিসির কাছে প্রেরিত এই বিষয়ে কোনও চিঠির রেকর্ড আমি পাইনি। আইসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও আমাকে নিশ্চিত করেছেন যে তাদের কাছে এ জাতীয় কোনও চিঠি পাননি যা তদন্তের দিকে পরিচালিত করবে।’

নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »