নিউজ ডেস্ক »
অমিত সম্ভাবনায় পেসারদের সবচেয়ে বড় বাধা ইনজুরি। ইনজুরির কারণে অনেক পেসারের ক্যারিয়ার অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে। এবার ছুরি-কাচির নিচে যেতে হচ্ছে দারুণ সম্ভাবনাময় পাকিস্তানি পেসার হাসান আলী।
সম্প্রতি বাদ পড়েছেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে। ক্যারিয়ারের শুরুটা অসাধারণ করলেও পিঠের ইনজুরিতে পড়ে কিছুটা নিস্প্রভ হয়ে যান হাসান আলী। চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
গত পাকিস্তান প্রিমিয়ার লীগ (পিএসএল) চলাকালে পিঠে চোট পেয়ে ছয় মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। একই জায়গায় প্রথম চোট পেয়েছিলেন ২০১৯ সালে। যদিও ৩ মাস পর চোট কাটিয়ে ক্রিকেটে ফিরেছিলেন তবে আগের সেই ধার ছিল না।
তবে বর্তমান চোট সারিয়ে তুলতে অস্ত্রোপচার লাগতে পারে বলে জানিয়েছেন ডাক্তার। তবে শঙ্কার বিষয় অস্ত্রোপচারের পর নিজের আগের ধার ফিরে পাবেন কি না।
বাংলাদেশ সময়: ৭:৩০
নিউজক্রিকেট/এমএস