fbpx

অনেক পথ পাড়ি দিতে হয়েছে আমাকে: যাদব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 •  
 •  
 •  
 •  
 •  
 •  

 

আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন সূর্যকুমার যাদব। আইপিএলের সর্বশেষ আসরে দুর্দান্ত খেলার সুফল পেলেন তিনি।

আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে তাঁর অভিষেক হচ্ছে এটা প্রায় নিশ্চিত। কারণ, অস্ট্রেলিয়া সিরিজে থাকা মনিষ পান্ডে এবং সঞ্জু স্যামসনকে এই সিরিজে রাখা হয়নি। এর আগে ২০১০ সালে ভারতের ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয় যাদবের। এরপর থেকে নিয়মিত পারফর্ম করে চলেছেন তিনি। তবে কিছুতেই জাতীয় দলের দরজা খুলছিল না। অবশেষে ফল পেলেন।

এ প্রসঙ্গে যাদব বলেছেন,”এটা গর্বের যে আগামী মাসে আমি জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছি। আমি কিভাবে আমার ক্রিকেট শুরু করেছি সেসব কিছু আমার মনে পড়ছে, আমার বাবা-মা কিভাবে সমর্থন যুগিয়েছে, এসবই ঘুরছিল মাথায় যখন খবরটা পেয়েছি।”

ভারতীয় দলে ডাক পাওয়া প্রসঙ্গে যাদব বলেন,”আমি মাত্রই অনুশীলন থেকে এসেছিলাম, আমি আমার রুমে বসে ছিলাম এবং গোসলের জন্য অপেক্ষা করছিলাম। তখনই আমি খবরটি পাই। আমি দারুণ আনন্দিত হই। আমি একটা জায়গায় বসে শুধু চিন্তা করছিলাম, অনেক পথ পাড়ি দিতে হয়েছে এজন্য।”

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •   
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »