নিউজ ডেস্ক »
কিছুদিন আগে বংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ক্রিকেটারদের অনুশীলন শুরু করার আভাস দিয়েছিলো। তারা দেশের ৮টি স্ট্যাডিয়াম প্রস্তুত করছে ক্রিকেটারদের অনুশীলন শুরু করার জন্য। ধরে নেয়া হচ্ছে কুরবান ঈদের পরেও অনুশীলনে নামবেন ক্রিকেটাররা।
কিন্তু ক্রিকেটারদের অনুশীলনে নামা নিয়ে অনিশ্চিত জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার। দেশের বাংলা দৈনিক মানবজমিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব ব্যাপারে কথা বলেন। তিনি জানান মাঠ প্রস্তুত করলেও কখন ক্রিকেটাররা ফিরতে পারবেন তা নিয়ে তিনি নিশ্চিত নন।
বাশার বলেন, ‘জানি বিসিবি ক্রিকেটারদের জন্য সব ভেন্যু প্রস্তুত করছে। কিন্তু আমি কোনো নির্দিষ্ট সময় বলতে পারবোনা যে কোন সময় থেকে অনুশীলন শুরু হবে। সত্যি কথা বলতে আমি জানিনা কবে অনুশীলন শুরু হবে। ঈদের আগে হবে মা ঈদের পরে হবে।’
এই ব্যাপারে নিশ্চিত না হলেও, সব ক্রিকেটার যেন অনুশীলনের সুযোগ পান সেদিকে লক্ষ রাখছেন বাশার। তিনি আরও বলেন, ‘আমার কোনো নির্দিষ্ট তালিকা এখনো করিনি কোন কোন খেলোয়াড় অনুশীলন করবেন। আমরা আসলে দুইভাবে ব্যাপারটা নিয়ে ভাবছি। প্রথমে আমরা সামনে কোনো সিরিজ থাকলে সেটি নিয়ে কাজ করবো। সিরিজ না থাকলে সবাইকে যেন অনুশীলনে রাখা যায় সেইভাবে তালিকা হবে। এখন ৩০ জন ক্রিকেটার অনুশীলন করবে এমন কোনো চিন্তা আমরা করছিনা। পরিস্থিতি র উপরে সব নির্ভর করছে। পরিস্থিতি ভালো হলে আমরা পরবর্তী করণীয় ভাববো।’
এইদিকে সরকার সবুজ সংকেতও লাগবে বলে জানান তিনি। তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির উন্নতি হলে সাথে কোনো শঙ্কা বা ভয় না থাকলে কেবল আমরা অনুশীলন শুরু করতে পারবো। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। এখানে শুধু বিসিবিই যে সিদ্ধান্ত নিবে তা নয়, সরকারের সবুজ সংকেতেরও একটি বিষয় রয়েছে।’
নিউজক্রিকেট/রীম